👉 Notice N0-1
👉 Notice N0-2
👉 Notice N0-3
👉 Notice N0-4
শিক্ষা প্রতিষ্ঠানের নাম: ঐতিহ্যবাহী বিজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয় নোয়াখালী জেলার সেনবাগ থানার দক্ষিণাঞ্চলের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপিট হিসেবে প্রতিষ্ঠার গোড়াপত্তন হয়। ১৯৩৯ সালে তৎকালিন জমিদার বাবু করুনা কুমার মজুমদারের নেতৃত্বে তাঁর পিতার নাম ও স্থানীয় ইউনিয়নের যৌথ নামানুসারে স্বনামধন্য স্কুলটির নাম করণ করা হয়। বিজবাগ নবকৃষ্ণ বহুমূখী উচ্চ বিদ্যালয়। যা পরবর্তীতে বিজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয় নামে পরিচালিত হচ্ছে। তৎকালিন গোপালপুরের বিসি সেনবাগের প্রভাব শালী জমিদার বিজবাগ মজুমদার বাড়ী। শ্রী নবকৃষ্ণ মজুমদারের তিন ছেলে ছিলেন। বড় ছেলে তারক মজুমদার, মেজো ছেলে বাবু করুনা কুমার মজুমদার, কনিষ্ঠ ছেলে কাবু নগেন্দ্র কুমার মজুমদার। শ্রী বাবু নবকৃষ্ণ মজুমদার তার জমিদারীর বিষয় সম্পতি মানুষের মাঝে বিলিয়ে দেন। জমিদারদের বাড়ীর পার্শ্বে একটি বাজার প্রতিষ্ঠা করেন। বাজারের নাম “বক্সিরহাট” যা আজ কালের স্বাক্ষী হিসেবে টিকে আছে। বাবু করুনা কুমার মজুমদার তৎকালিক ২২ বছর টানা বিজবাগ ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব সুনামের সাথে পালন করেন। বাবু করুনা কুমারের প্রতিষ্ঠিত বিজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়, বিজবাগ ডি.টি. সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিজবাগ ডাকঘর, মজুমদার দীঘি, এবং তাদের পারিবারিক স্মশানের দীর্ঘ উচ্চতার মঠগুলো, আজো কালের স্বাক্ষী হিসেবে টিকে আছে। বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্ব মহুর্তে তারা পশ্চিম বঙ্গে চলে যান।
ছাত্রছাত্রী
১০০০
শিক্ষক - কর্মচারি
১০০
ক্লাশ
১০
শাখা
২০