👉শিক্ষা ও অভিজ্ঞতা ( সার্টিফিকেটসহ )
১। বি.এস.এস + এম.এসসি (সরকারী আযিযুল হক কলেজ, বগুড়া) (সাইকোলোজি এন্ড ক্লিনিক্যাল সাইকোলোজি)
২। এইচ.এস.সি- মানবিক বিভাগ (জি.এম.সি ডিগ্রী কলেজ, মথুরাপুর, ধুনট, বগুড়া)
৩। এস.এস.সি - বিজ্ঞান বিভাগ (রুদ্রবাড়িয়া বিলপথিয়া উচ্চ বিদ্যালয়, ধুনট, বগুড়া)
৪। ১২ তম শিক্ষক নিবন্ধন (স্কুল-সমাজ বিজ্ঞান) ৫। শিক্ষক ও পরিচালক (কনফিডেন্স মাল্টিমিডিয়া কোচিং, পাঁচথুপি, ধুনট) ৬। কোচিং বিষয় (সাধারণ ও উচ্চতর গণিত এবং ইংরেজি) ৭। প্রাইভেট পড়ানো শুরু : ২০০৩ ইং এবং কোচিং ২০১০ ইং ৮। প্রাইভেট স্কুল জব (বিল্লাল মডেল স্কুল- ২০১৮ সালে এবং নিবরাস টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ- ২০১৭ সালে। হেমায়েতপুর, সাভার, ঢাকা) ৯। ট্রেনিং (সাভার ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি- ২০১৭ সালে) ১০। আমি ২০১৬ - ২০১৯ ইং পর্যন্ত ৭টি গ্রামার এবং আমার অভিজ্ঞতার সমন্বয়ে ১টি কম্পিলিট গ্রামার কোচিং শিট তৈরি করেছি। এছাড়াও গণিতের সমাধান ও সূত্রসহ ভালো ছাত্র হওয়ার কৌশল ও পড়া কেনো ভুলে যাই, ইত্যাদি তৈরি করেছি....
👉N.B:- করোনা মহামারীর আগে কোচিং এ ১৮০ জন শিক্ষার্থী ছিল.....
👉১১। ফ্রিল্যান্সিং প্রুভ >> নিচের লিংকে গিয়ে Fiver, Upwork & PPH - লোগোতে ক্লিক করে ৩৫+ ফ্রিল্যান্সিং অর্ডার কম্পিলিট করা দেখতে পারবে। তাই, এস.এস.সি পাশের পরে তোমরা চাইলে এসব বিষয়ে আমার সহযোগিতা নিতে পারবে, ইনশা আল্লাহ !
(i) স্যারের ফ্রিল্যান্সিং >> CLICK HERE >> আরো ২টি প্রফেশনাল রানিং একাউন্ট, ইত্যাদি দেখানো হবে প্রথম ফ্রি ক্লাশে...
বি:দ্র:- ফ্রি ক্লাশে জয়েন এবং সাব্জেক্ট ভিত্তিক টিচিং দেখতে মেনু বারে যেতে হবে...