উত্তরঃ
বেশী বলতে আমরা কি বুঝি? কোন মাপ দন্ডে আপনার মনে হয় ডেন্টিস্ট আপনার দাঁত ফিলাপ করতে খরচ বেশী নেয়?
কোয়াক/ হাতুড়ে ডাক্তার এবং অবস্থা দৃষ্টে বুঝা যায় কিছু কু-ডাক্তার অল্প দামে হয়ত ৩০০/ ৫০০ ৳ তে আপনার দাঁত ফিলিং/পুডিং / ঢালাই ইত্যাদি করে দিয়েছে, এখন যেই মুহুর্তে আপনার ডেন্টিষ্ট আপনার কাছে ১৫০০/২৫০০/৫০০০৳ ফিলিং এ চাইল, আপনার অনেক বেশী মনে হল, এই তো কথা! আসুন বাস্তবতা বুঝি।
_________________________________
আপনি খাবারে ভেজাল নিয়ে সচেতন হতে চান, ফর্মালিন / কার্বাইড দেয়া খাবার এভোয়েড করতে চান, এমন কি কোক/ পেপসি তে কালার আছে তাই এভোয়েড করেন! মোট কথা সাধ্যের মাঝে সুস্থতা খুজতে চান যতটুকু আপনার জ্ঞান ও বিবেকে কুলায়, কিন্তু আপনার মুখ, যে রাস্তা দিয়ে সকল খাবার যাতায়াত করে শরীরে তা কে বানিয়ে রাখেন পাবলিক টয়লেটের মত বিষাক্ত, লাভ হবে? বুঝে আসলো না কথা! এবার বুঝুন।
★ দাঁতে গর্ত হলে তো বাজার থেকে ২০ টাকার সুপার গ্লু কিনে দাতে লাগিয়ে রাখুন, কিম্বা ১০ টাকায় টিনের চালে লাগানোর সুপার পুডিং, আপনার দাঁত থেকে সহজে সে ফিলিং পরবে না। আপনি কি তা নিজে করেন? না করেন না। কারন তা দাঁতে কি, মুখে নেয়ার জিনিস না, বিষাক্ত।
★ তেমনি আপনার মুখে সল্প দামে যা লাগানো হয়, তার বেশির ভাগই সেল্ফ কিউর মনোমার, অত্যান্ত বিষাক্ত এক পন্য, যা দাঁতের ভিতর ব্যবহারের জন্য কোন ভাবেই উপযুক্ত নয়। অত্যন্ত ক্ষতিকর, ভয়ানক বাজে বিষাক্ত জিনিস।
★ আপনি খুজে ভাল খেয়ে লাভ কি, এই মনোমার এর বাস্প নষ্ট করছে আপনার লিভার, কিডনী, ব্রেন। আরো অন্যান্য অংগে ক্ষতি ব্যপক। আপনি ভাবছেন ফরমালিন খেয়ে কিডনী গেছে আসলে গেছে সেল্ফকিউর মনোমারে!!
★দাঁতের এবং সকল উপকরনে দাম এজন্যই বেশী, যে এগুলি শরীরের জন্য ক্ষতিকর হবে না।
★ যেমন কাপড়ের রং আর ফুড কালারের দামে বিশাল তফাৎ, তেমনি সুপার গ্লু/ সেল্ফ কিউর মনোমার' আর বায়োকমেটেবল স্টেরাইল মেটেরিয়ালের দামের পার্থক্যটা ও অনেক বড়।
আর আমরা ডেন্টিষ্ট রা যেহেতু মুদি ব্যবসাহী নই, আমরা শুধু ফিলিং মেটেরিয়াল বেচি না, বেচি আমাদের জ্ঞান তাই এইসব মেটেরিয়াল ব্যবহারের জন্যও যে জ্ঞান লাগে আপনাকে সেটার চার্জ তো দিতেই হবে।