কণ্ঠশ্রী প্রতিযোগিতা হলো ক্লাসিক মাল্টিমিডিয়া স্টুডিও, আরামবাগের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ সঙ্গীত প্রতিযোগিতা। শহুরে এলাকায় গায়কদের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম ও সুযোগ সহজলভ্য হলেও, গ্রামীণ প্রতিভাবানদের জন্য সেই সুযোগ সীমিত। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো গ্রামের অজানা প্রতিভাগুলিকে খুঁজে বের করে তাদের সামনে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম উপস্থাপন করা, যেখানে তারা তাদের কণ্ঠের মাধুর্য ও দক্ষতা প্রদর্শন করতে পারবে।
কণ্ঠশ্রী প্রতিযোগিতা শুধু গান গাওয়ার একটিমাত্র ইভেন্ট নয়, এটি একটি উদ্যোগ যার মাধ্যমে গ্রামীণ শিল্পীদের আত্মবিশ্বাস বাড়ানো হবে এবং তাদের প্রতিভা আরও বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে। অংশগ্রহণকারীদের আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের সঙ্গীত প্রতিভা বিকাশের জন্য উৎসাহিত করবো, যাতে তারা ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
কণ্ঠশ্রী প্রতিযোগিতা অনুষ্ঠানের দুটি পর্ব
1. গ্রুমিং: যেখানে প্রতিযোগী দের অভ্যস্ত করা হয় রেকর্ডিং মাইক ও ক্যামেরার সামনে। যাতে তারা সহজেই যে কোনো বড় প্ল্যাটফর্ম এ গান গাওয়ার সাহস পায় I
2. ফাইনাল টেক: অভ্যস্ত নতুন প্রতিযোগীরা দুনিয়ার সামনে নিজেদের দক্ষতা ও প্রতিভা কে তুলে ধরেন। Studio তে প্রতিভা গুলো নতুন প্ল্যাটফর্ম পান এবং নিজেকে তৈরি করেন Reality Show মতো প্ল্যাটফর্ম গুলো তে লড়াই করার জন্য ।
ফাইনাল টেক এর পারফর্মেন্স ভিত্তি তে 1. Audience Voting ও 2. Classic Multimedia Studio's Judging Panel এই দুই এর মাধ্যমে বেছে নিই আমরা সেরা প্রতিভা গুলো কে।এই পুরো প্রতিযোগিতা আমরা আয়োজন করি সম্পূর্ণ বিনামূল্যে, প্রতিযোগিদের থেকে কোনো রকম পারিশ্রমিক না নিয়ে।
কণ্ঠশ্রি প্রতিযোগীতার নিয়মাবলী:
- প্রতিযোগিতা টি হবে 100 marks এর এবং বিচার হবে দুটি পদ্ধতিতে:
1. Audience Voting: 50 মার্কস
Classic Multimedia Studio র Official Facebook Page এ 17ই September 2024 থেকে আপলোড করা হবে I প্রত্যেকটি এপিসোডে 5 জন করে প্রতিযোগীর গানের Video আপলোড করা হবে। এবার সেই পোষ্ট এ কত গুলো React এলো তাতে:
20 marks: ফেসবুক লাইক ও রিয়াক্টসন
20 marks: ফেসবুক শেয়ার
10 marks: ফেসবুক Views
আপলোড করার প্রথম 5 দিন অর্থাৎ 300 ঘণ্টার Facebook এ Reactions & Views কে গ্রহণ করা হবে বিচার এর জন্য |
২. স্টুডিওর জার্জিং প্যানেল: ৫০ মার্কস
যেখানে, স্টুডিওর অভিজ্ঞ জার্জ রা অন্বেষণ করবেন বিভিন্ন প্রতিভা দের।
আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই শ্রী বুবু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রতি, যিনি আমাদের এই উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছেন এবং সম্পূর্ণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সহায়তা করেছেন। তাঁর অনুপ্রেরণা ও সহযোগিতা ছাড়া এই প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব হতো না। তাঁর অসাধারণ দৃষ্টিভঙ্গি ও অবদান আমাদেরকে প্রতিনিয়ত নতুন লক্ষ্য স্থির করতে এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করছে। শ্রী বুবু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
প্রদীপ কোলে
সংস্থাপক, ক্লাসিক মাল্টিমিডিয়া
বিশেষ ধন্যবাদ জানাই
Snehansu Dutta
Pritiparna Ghosal
Snigdha Ballav
Rima Basu
Snigdha Dutta
Haren Mukherjee
Arunima Basu
Manik Das
Aryama
Ballari Basu Ghosh
Madhumita Bej Das
আমাদের স্পন্সরদের বিশেষ ধন্যবাদ জানাই
Burdwan
Arambagh
Arambagh