প্রতি দিন মাত্র চার ঘন্টা সময় দিয়েও A+ নিশ্চিত করা সম্ভব!
বোর্ড পরীক্ষায় ভালো করতে হলে CQ এবং MCQ উভয়েই ভালো করতে হয়। শেষ সময়টুকু কীভাবে স্মার্টলি HSC পরীক্ষার প্রস্তুতি নিবেন ? ধাপে ধাপে আলোচনা করা হলোঃ
HSC পরীক্ষার্থীদের জন্য চর্চা অ্যাপে-
স্মার্ট রুটিন তৈরিঃ
কত সময়ের মধ্যে শেষ করবেন এবং কতটুকু শেষ করবেন এটা নির্বাচন করে অটোমেটিক রুটিন তৈরি করুন। প্রদত্ত ডেইলি টাস্ক অনুযায়ী প্রতি দিনের পাঠ প্রতিদিন শেষ করুন।
CQ বা সৃজনশীল প্রস্তুতিঃ
Archive Section থেকে বিষয় ভিত্তিক CQ এর ভেতর থেকে বিগত প্রত্যেক বছরের বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন থেকে অধ্যায় ভিত্তিক অধ্যায়ন ও পরীক্ষা দেওয়ার সুযোগ।
MCQ বা বহুনির্বাচনীর প্রস্তুতিঃ
Archive Section থেকে বিষয় ভিত্তিক MCQ এর ভেতর থেকে বিগত প্রত্যেক বছরের বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন থেকে অধ্যায় ভিত্তিক অধ্যায়ন ও পরীক্ষা দেওয়ার সুযোগ।