চন্দ্রপুর এ এইচ পি উচ্চ বিদ্যালয়ে যারা যারা পড়াশুনা করেছেন।তাদের উদ্দেশ্যে বলছি এ গ্রুপের যার যার ব্যাচের কমেন্ট বক্সে তারা তাদের সহপাঠীদের স্মরনে ও স্মৃতি মনে রাখার জন্য আপনি যে সালের ব্যাচের সে সালের প্রতেকে প্রত্যেকের নাম লিখে এ গ্রুপের স্মৃতির পাতা হিসাবে সংযুক্ত থাকবেন।কারন হয়তো সেই ছোটবেলা পড়াশুনা করেছেন অনেকেরই সাথেই অনেকের দেখা সাক্ষাত নেই। কেহ বিদেশে বা কেই চাকরির সুবাদে দূরে রয়েছেন।কারো সাথে দেখা হবে হয়তো কর্মব্যস্ততার কারনে কারো সাথে আর এ জীবনে দেখা নাও হতে পারে।তাই গ্রুপে নামটা থাকলে অবশ্যই তাদের নাম ও ছবি দেখলেও স্মৃতিটুকু মনে পড়বে।আর সকলের মিলন বন্ধনের জন্যই আমরা প্রতিষ্ঠার শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত সকল ব্যাচের তথ্য সংগ্রহ করব।আর সে উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি।আশাকরি আপনাদের সহযোগিতায় এ গ্রুপটি বাংলাদেশের অন্যান্ন গ্রুপের চেয়ে তথ্য নির্ভর একটি গ্রুপ হবে ।
গ্রুপের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের প্রিয় গ্রুপ Chandrapur A.H.P High school All Student group এখন প্রাইবেট গ্রুপ থেকে পাবলিক গ্রুপে পরিনত হয়েছে। তাই এখন থেকে সবাই পোস্ট করতে পারবেন এবং সকল আবডেট তথ্য মুহূর্তেই পাবেন। সকল ব্যাচের সমন্বয়ে ঘঠিত এই আবডেট গ্রুপে জয়েন হয়ে সকলের মিলন বন্ধনের পথ প্রসারিত করবেন। আপনাদের সকলের সহযোগিতাই হয়ে উঠবে বাংলাদেশের একটি তথ্য সম্পর্প স্কুল গ্রুপ।