বাংলাদেশে কাঁকের চেয়ে কম্পিউটার সাইন্সের স্টুডেন্ট বেশী, এসব শুনে শুনে আমরা অভ্যস্ত । কিন্তু তারপরও বাংলাদেশ পিছিয়ে আছে সবদিক দিয়ে । কম্পিউটার সাইন্সের প্রথম দিকেই স্টুডেন্টদের মধ্যে জন্মে যায় প্রোগ্রামিং ভীতি । ফলে, ভার্সিটি লাইফ শেষ হতে হতে ৬০ ভাগের মতো স্টুডেন্টই দেখা যায় কম্পিউটার সাইন্স/ প্রোগ্রামিং এসব ব্যাপারে আর আগ্রহ খুঁজে পায় না । যার মুল কারণ হলো ভালো গাইডলাইনের অভাব, ভালো প্র্যাকটিসের অভাব ।
অথচ সে একটু সুন্দরভাবে প্রোগ্রামিংটা বুঝলেই, একটু ভালো গাইডলাইন, একটু সহজভাবে বুঝিয়ে দেয়া এই হেল্পটুকু পেলেই সে খুব ভালোবাসতো তার কম্পিউটার সাইন্স লাইফটাকে । প্রথমেই যদি ঠিকঠাক বুঝতে পারতো কীভাবে প্রোগ্রামিং নরমাল পড়ালেখা থেকে একটু আলাদা, কীভাবে প্রোগ্রামিং সহজভাবে বুঝা যায়, তাহলেই হয়তো তার লাইফ হতে পারতো অন্যরকম । সে হয়তো বুঝতে পারতো সে কম্পিউটার সাইন্সে পড়ার সুযোগ পেয়েছে এটা তার জন্য একটা পিউর ব্লেসিং।
বাইরের দেশে কম্পিউটার সাইন্স না পড়েও অন্যান্য সাবজেক্টে পড়া শেষ করে প্রোগ্রামিং শিখে নিয়ে অনেক ভালো জব করছে এরকম উদাহরণের অভাব নেই, আমাদের দেশেও এরকম অনেকেই আছে ।
এইসব মিলিয়ে আমাদের মুল লক্ষ্যটাই হচ্ছে স্টুডেন্টদের মধ্য থেকে প্রোগ্রামিং ভীতিটা দুর করে দেখিয়ে দেয়া এই বিষয়টা কতটা সহজ এবং কতটা ইন্টারেস্টিং! আমরা সবাইকে একদম প্রোগ্রামিং বস বানিয়ে দিতে চাই ঠিক এমনটাও না। আমরা চাই সহজ সুন্দর ভাবে প্রোগ্রামিংটা হাতে তুলে দেবার। যাতে করে দেখা না লাগে যে কম্পিউটার সাইন্স ডিগ্রি আছে কিন্তু সিম্পল একটা কোড দিলে কীভাবে করবে বুঝে উঠতে পারছে না। আমরা শুধু এটা চাই না প্রতিটা ব্যাচের একজন/দুজনই পারুক সবকিছু । আমরা চাই ব্যাচে ১৫টা স্টুডেন্ট হলে ১৫ জনই যেন সমান লাভবান হয়।
১। সি প্রোগ্রামিং শেখার চেষ্টা করছেন, কিন্তু বেশ কঠিন/ভয় লাগছে ।
২। কম্পিউটার সাইন্স পড়ছেন কিন্তু প্রোগ্রামিং বুঝতে পারছেন না ।
৩। বই পড়ে/ ভিডিও লেকচার দেখে শেখার চেষ্টা করছেন কিন্তু কিছু কিছু জায়গায় আঁটকে গেলে আর সামনে বাড়তে পারছেন না একা একা ।
৪। প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন কিন্তু সব জায়গায় এতো এতো কোর্স ফি!!!
৫। সি কোর্স পাশ করে গেছেন কিন্তু এখন মনে হচ্ছে এগুলো আরও ভালোভাবে বুঝা উচিৎ ছিলো।
৬। সুন্দরভাবে রিয়েল লাইফ উদাহরণ দিয়ে সি বুঝানো/গাইড করার জন্য কাউকে খুঁজছেন।
১। সি প্রোগ্রামিং শিখেছেন, কিন্তু ডাটা স্ট্রাকচার শিখতে গিয়ে বারবার আঁটকে যাচ্ছেন, এতো এতো কঠিন সবকিছু!
২। বড় বড় সফটওয়ার কোম্পানির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন, কিন্তু দেখছেন আপনার ডাটা স্ট্রাকচারের বেসিকই খুব দুর্বল!
৩। ডাটা স্ট্রাকচার কোর্স পাশ করেছেন ঠিকই, কিন্তু এখন দেখছেন এগুলো আসলে ঠিকঠাক বুঝে শিখা উচিৎ ছিলো, কিন্তু ভালোভাবে বুঝানোর কাউকে পাচ্ছেন না ।
৪। সি প্রোগ্রামিং শিখেছেন। এরপরের লেভেলের টপিকগুলো শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন সহজভাবে ।
· দেশের বিভিন্ন সফটওয়্যার কোম্পানির ইঞ্জিনিয়াররা।
· দেশের স্বনামধন্য ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স ফাইনাল ইয়ারের স্টুডেন্টসরা
· প্রোগ্রামিং কমিউনিটিতে কন্ট্রিবিউট করতে নিবেদিতরা। যারা সবসময় নিজেদের ভার্সিটিতে গাইড করে আসছেন/করছেন।
· উনার বুঝানোর ক্ষমতা অনেক ভালো। উনার মত শিক্ষক থাকলে ক্লাস ফাইভ থেকেই প্রোগ্রামিং সাবজেক্ট পড়ানো শুরু করে দেয়া যায়। পঞ্চম শ্রেণির English for Today'র মতো Programming for Everybody বইটা লিখাই যায়।
· ভাইয়ার শিখানোর আগ্রহটা খুব ভাল লেগেছে। সবাইকে পৃথক ভাবে প্রশ্ন করা। জানতে চাওয়া। আসলে শিক্ষকদের এরকম মানষিকতার হওয়া উচিৎ। যাতে ছাত্র ছাত্রীরা শিখুক। জানুক।
· এক্সামপল দিয়ে প্রতিটি পয়েন্ট বুঝানো। অস্হির🔥🔥🔥🔥
অন্যান্যঃ
প্রতি ব্যাচের স্টুডেন্ট যারা রেজিঃ করে তাদের ফ্রি টাইম নিয়ে ক্লাস শিডিউলিং করা হয় । যেহেতু অনেক এক্সট্রা ক্লাস/ সল্ভিং ক্লাস নেয়া হবে, সুতরাং এই কোর্সগুলো হতে পারে দুই থেকে তিন মাসের ।