লাকাঁ, রোমান জ্যাকবসন ও আনকনশাস




ফরাসী ভাবুক জ্যাক লাকাঁর মতে আনকনশাস এবং ভাষার গড়ন একই। ফ্রয়েডের সমসাময়িক কালে জেনেভা ও পেত্রোগার্দে ভাষার গড়ন নিয়ে যে বোঝাপড়া তৈরি হচ্ছিলো তা সম্পর্কে ফ্রয়েড বিশেষ জ্ঞাত না হলেও ফ্রয়েডের আনকনশাস পাঠ যে এই ভাষাতাত্ত্বিকদের ভাষা পাঠ থেকে খুব দূরবর্তী তা লাকাঁ মনে করেন না। বিশেষ করে মেটোনিমি ও মেটাফোরের ক্ষেত্রে এই সাদৃশ্য খুবই স্পষ্ট।


রুশ ভাষাতাত্ত্বিক রোমান জ্যাকবসন ১৯৫৬ সালে Two Aspects of Language and Two Types of Aphasic Disturbances নামে একটি আর্টিকেল প্রকাশ করেন। এইখানে সস্যুরিয়ান প্যারাডিগম্যাটিক ও সিন্টেগমেটিক বিভাজনের একটা পর্যালোচনা করেন (সস্যুরের সাথে জ্যাকবসনের প্রস্তাবের যে ফারাকের জায়গা তারও ইংগিত আছে এই লেখায়)। এইখানে জ্যাকবসন যেইভাবে ভাষায় মেটাফোর ও মেটোনিমির ভূমিকা তুলে ধরেন তা জ্যাক লাকাঁর কাজে আসে ফ্রয়েডিয় আনকনশাসকে ভাষার গড়নের সাথে মিলিয়ে পড়ার।


ফ্রয়েডে অবদমিত বাসনার Condensation যে আসলে ভাষায় মেটাফোর যেভাবে condensation ঘটায় তারই অনুরূপ এই তর্ক হাজির করার জন্য জ্যাকবসনের লেখার বিশেষ ভূমিকা আছে। একই সাথে বাসনার Displacement এর সাথে উনি সাদৃশ্য খুঁজে পান মেটোনিমির। মেটোনিমি অনেকাংশেই সেমান্টিক সম্পর্ক রক্ষা করে। লাকা মেটোনিমিকে ব্যাখ্যা করেছেন “word-to-word connections between signifiers” হিসেবে। মেটোনিমির মত করে দেখা সহজতর। মেটোনিমির গড়ন অনেকটা সাবস্টিটিউশন মেটাফোরের গড়নের মত। দুইয়েরই একটা লেটেন টার্ম আর একটা মেনিফেস্ট টার্ম আছে (ফ্রয়েডের খোয়াবনামায় এই দুই পর্যায় গুরুত্বপূর্ণ) । অপরদিকে মেটাফোরের ঘটনাটা আরো জটিল। মেটাফোরের পরিধি বিস্তৃত।


আবার, জার্মান দার্শনিক হেগেল, হুসার্ল ও আমেরিকান দার্শনিক সি এস পার্সের একরকম যৌথ উপস্থিতি আছে জ্যাকবসনের চিন্তায়। জ্যাকবসনের সবচাইতে উল্যেখযোগ্য অবদান হচ্ছে সস্যুরের দৃষ্টিভংগি, প্রাগ গোষ্টির প্রস্তাবনা ও সি এস পার্সের সেমিওটিক্সের সংশ্লেষ ঘটানো।


তৎকালে পশ্চিম ইউরোপ (বিশেষ করে জার্মানি ও ফ্রান্স), রাশিয়া ও আমেরিকার বিদ্যায়তনে যে চর্চা চলছিল তার পারষ্পরিক আদান-প্রদান, ব্যাখ্যা-বিশ্লেষণ, এপ্রোপ্রিয়েশন ও ক্রিয়েটিভ ইন্টারপ্রেটেশনকে পাশ কাটিয়ে একজন চিন্তকের চিন্তাকে বুঝতে গেলে তা নিতান্তই দুর্বোধ্য ও মারফতি কথা-বার্তা মনে হতে পারে। এদের চিন্তা-চর্চার সিলসিলা (Genealogy) মাথায় রেখে এগুতে পারলে চিন্তা উদ্রেককারী প্রশ্ন ও তার নানান রকমের উত্তর খোঁজার প্রচেষ্টা আরো বেশি বোধগম্য হতে পারে।

ছবিঃ (বাম দিক থেকে) মার্টিন হাইডেগার, এক্সেলস, জ্যাক লাকাঁ, জ বয়ফ্রে, এলফ্রিয়েদে হাইডেগার ও সিলভিয়া বাতাই (এই ছবির তোলার সময় জর্জ বাতাইয়ের সাথে ইতোমধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে সিলভিয়ার। বাতাই হচ্ছে সেই চিন্তক যার থেকে লাকাঁ Jouissance'র ধারণা নির্মাণ করেন। জর্জ বাতাইয়ের সাথে বিচ্ছেদ হওয়ার পরে বাতাই'র বন্ধু লাকাঁকে বিয়ে করেন সিলভিয়া। ফলস্বরূপ জর্জ বাতাই'র সাথে লাকাঁর যাবতীয় সম্পর্কেরও ছেদ ঘটে)।


পাদটীকাঃ এটি কোন মৌলিক লেখা নয়। ইংরেজি ভাষায় রচিত/অনূদিত কয়েকটি বই ঘেটে, বাংলায় অনুবাদ করে ও সেই সাথে কিছু মন্তব্য জুড়ে দিয়ে লেখা হয়েছে।



প্রথম প্রকাশঃ ১৪ই মে, ২০১৯

লিঙ্কঃ https://www.facebook.com/bodhichittaju/posts/1837576803009549

https://www.facebook.com/notes/379429249845805/