বাসনার কর্তারাঃ বিংশ শতকের ফ্রান্সের চিন্তায় হেগেলীয় প্রতিবিম্ব

জুডিথ বাটলার


'বাসনার কর্তারাঃ বিংশ শতকের ফ্রান্সের চিন্তায় হেগেলীয় প্রতিবিম্ব' আসলে ছিল জুডিথ বাটলারের ডক্টরাল থিসিস। ১৯৮৭ সালে বই আকারে প্রকাশিত হয়। ফেনোমেনোলজি গ্রন্থে হেগেলের বাসনার তৈয়ার থেকে আরম্ভ করে কোজেভে, এপ্পোলিত, সার্ত্রে, লাকা, দেল্যুজ ও ফুকোতে সেইটার অধিকার - এই ট্রাজেক্টরি বা অরবিটের সন্ধান করবার চাইছেন বাটলার এইখানে। ফুকো আর হেগেলের নৈকট্য/আত্মীয়তার আলাপে তিনি আবার ফিরছেন তাঁর ১৯৯৭ সালের The Psychic Life of Power: Theories in Subjection বইতে। যুগপৎভাবে, কর্তাসত্তা তৈরি আবার নিয়ন্ত্রণ করা অর্থাৎ অধীনতা— দোধারী এই সংশ্লেষ নিয়ে ফুকোর যে ভাবনা সেটা কিছু আকারে আগে থেকেই রূপায়িত দেখতে পাই হেগেলের জামিনদারের মুক্তির আলাপে। ...

[Hegel and Contemporary Continental Philosophy বইয়ের ভূমিকা থেকে]

প্রথম প্রকাশঃ ১৫ই ফেব্রুয়ারি, ২০১৯

লিঙ্কঃ https://www.facebook.com/bodhichittaju/posts/1717354161698481