গুরুত্বপূর্ণ এক প্রোটাগনিস্টের জবানি—বিংশ শতাব্দীর ইউরোপের বাম-রাজনীতির চমকপ্রদ স্মৃতিকথা
রোসানা রোসান্ডা—ইতালীয় বামেদের মাঝের এক কিংবদন্তী চরিত্র। সাহিত্যিক মাধুর্য এবং রাজনৈতিক আবেগের সংমিশ্রণে লেখা আলোচিত এবং নন্দিত এই স্মৃতিকথামূলক বইটিতে তিনি তুলে ধরেছেন চরম অঙ্গীকারবদ্ধ এক জীবনের কথা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ইতালীয় প্রতিরোধে একজন কমিউনিস্ট মিলিট্যান্ট হিসেবে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন। ফলশ্রুতিতে, প্রথমে কমিউনিস্ট পার্টির সাপ্তাহিক পত্রিকার সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হন এবং পরবর্তীতে দলের হয়ে পার্লামেন্টের সদস্য হিসেবে নিয়েজিত হন। রোসান্ডা শুরু থেকেই দলের প্রতি বেশ অনুগত ছিলেন, কিন্তু চরম আন্দোলনের সময়েও দলের রক্ষণশীল নীতির সমালোচনা করতেও তিনি পিছপা হননি। ১৯৬০ সালে তিনি বিরোধী দলে যোগ দেন। দলের সাথে দূরত্ব আরও বেড়ে যায় যখন রোসান্দা (এবং অন্যরা) জনসম্মুখে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেকোস্লোভাকিয়া আক্রমণের সমালোচনা করে বসেন। ১৯৬৯ সনে তাঁকে পার্টি থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি ইল ম্যানিফেস্টো( il manifesto) নামের পত্রিকা প্রকাশের ব্যাপারে উদ্যোগী হন। বার্লুসকোনির সময়ের ইতালীতে এই পত্রিকাই ছিলো সবচাইতে সমালোচনাধর্মী।