গুরুত্বপূর্ণ এক প্রোটাগনিস্টের জবানি—বিংশ শতাব্দীর ইউরোপের বাম-রাজনীতির চমকপ্রদ স্মৃতিকথা


রোসানা রোসান্ডা—ইতালীয় বামেদের মাঝের এক কিংবদন্তী চরিত্র। সাহিত্যিক মাধুর্য এবং রাজনৈতিক আবেগের সংমিশ্রণে লেখা আলোচিত এবং নন্দিত এই স্মৃতিকথামূলক বইটিতে তিনি তুলে ধরেছেন চরম অঙ্গীকারবদ্ধ এক জীবনের কথা।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ইতালীয় প্রতিরোধে একজন কমিউনিস্ট মিলিট্যান্ট হিসেবে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন। ফলশ্রুতিতে, প্রথমে কমিউনিস্ট পার্টির সাপ্তাহিক পত্রিকার সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হন এবং পরবর্তীতে দলের হয়ে পার্লামেন্টের সদস্য হিসেবে নিয়েজিত হন। রোসান্ডা শুরু থেকেই দলের প্রতি বেশ অনুগত ছিলেন, কিন্তু চরম আন্দোলনের সময়েও দলের রক্ষণশীল নীতির সমালোচনা করতেও তিনি পিছপা হননি। ১৯৬০ সালে তিনি বিরোধী দলে যোগ দেন। দলের সাথে দূরত্ব আরও বেড়ে যায় যখন রোসান্দা (এবং অন্যরা) জনসম্মুখে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেকোস্লোভাকিয়া আক্রমণের সমালোচনা করে বসেন। ১৯৬৯ সনে তাঁকে পার্টি থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি ইল ম্যানিফেস্টো( il manifesto) নামের পত্রিকা প্রকাশের ব্যাপারে উদ্যোগী হন। বার্লুসকোনির সময়ের ইতালীতে এই পত্রিকাই ছিলো সবচাইতে সমালোচনাধর্মী।

অভিজ্ঞতার কারণে তিনি সেই সময়টিকে ফুটিয়ে তুলতে পেরেছেন বিচক্ষণতা ও কর্তৃত্বের সমন্বয়ে। তাঁর বর্ণনায় চিত্রিত হয়েছে ফ্যাসিবাদ, কমিউনিজম, যুদ্ধ-পরবর্তী দেশ গঠন এবং বিদ্রোহ যা সত্তরের দশকের ইউরোপকে করে রেখেছিল উত্তাল। ইউরোপীয় বামেদের মাঝের হাতেগোণা সবচাইতে প্রভাবশালী ব্যক্তিদের একজন রোসান্ডা। তিনি তাঁর "The Comrade from Milan" বইতে বিংশ শতাব্দীর ঝড়ঝঞ্জা পুনরুজ্জীবিত করেছেন। স্থির এবং আড়ম্বরহীন এই লেখায় তিনি গভীর দৃষ্টিপাত করেছেন "রাজনৈতিকভাবে যুক্ত" হওয়া বলতে কি বোঝায় তার উপর।


[বইয়ের ফ্ল্যাপ থেকে অনূদিত]


*** ইতালীয় কম্যুনিস্ট ও বামপন্থী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রোসানা রোসান্ডা(Rossana Rossanda) গত পরশু (২০শে সেপ্টেম্বর, ২০২০) মারা গেছেন।

খবরের লিঙ্কঃ https://ilmanifesto.it/addio-rossana-rossanda/...


প্রথম প্রকাশঃ ২২শে সেপ্টেম্বর, ২০২০

সর্বশেষ সংশোধনঃ ২২শে সেপ্টেম্বর, ২০২০

লিঙ্কঃ https://www.facebook.com/bodhichittaju/posts/2864324113668141