আঁধার রাত পেরিয়ে

বিউপনিবেশায়ন বিষয়ক প্রবন্ধাবলী


আশিল এমবেম্বে




চলতি নতুন ধারার ফরাসি সমালোচনা তত্ত্বের এক অনন্য ব্যক্তিত্ব আশিল এমবেম্বে(Achille Mbembe)। আরও পরিষ্কারভাবে বললে, উপনিবেশবাদ এবং তার প্রভাবের ব্যাপারে বিশ্বের কয়েকজন গুরুত্বপূর্ণ সমালোচকদের একজন তিনি। তাঁর লেখায় ধরা পড়ে আফ্রিকার নিজস্ব চরিত্রের বিউপনিবেশায়নের জটিলতা; সেই সাথে জেগে উঠার প্রাক্কালে এর সম্ভাবনা। তাঁর "Out of the Dark Night" গ্রন্থে (বাংলা করলে দাঁড়াবে, "আঁধার রাত পেরিয়ে") তিনি উপনিবেশবাদ-পরবর্তী ক্ষণের (বিশেষত: সেই ক্ষণের, যা নির্দেশ করে স্বাধীনতা উদ্দীপক সমাজকাঠামো, যা তুলে ধরে মানবতা, যা গুরুত্ব দেয় ব্যাক্তির সাথে সামগ্রিকতার সম্পর্ক) যে স্ববিরোধীতা তার গভীর বিশ্লেষণ হাজির করেছেন।



আফ্রিকার অভিজ্ঞতার উপর ভর দিয়ে, সুক্ষ্ম দৃষ্টিকোণ থেকে এমবেম্বে নাগরিকত্ব, পরিচিতি, গণতন্ত্র এবং আধুনিকতার বিতর্কের ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ হাজির করেছেন। পৃথিবী সংক্রান্ত সাধারণ লেখা বা চিন্তাধারার মূল্যায়ন করতে গিয়ে বেশ পান্ডিত্যের সাথেই ইউরোপীয় এবং আফ্রিকার চিন্তাভাবনাকে নিজের আলোচনার সীমারেখার মাঝে টেনে এনেছেন তিনি। সার্বজনীনতার মুখোশে ঢাকা ফ্রান্সের চলতি বহির্ভূতিকরণের(exclusions) উত্তর-ঔপনিবেশিক সমালোচনাকে নজরে আনার ব্যর্থতার বিশ্লেষণ মারফত এমবেম্বে চোখে ঠুলি পড়া ইউরোপীয় বুদ্ধিজীবীদের সমালোচনা করেছেন। আফ্রিকার আধুনিকতার এক নতুন পাঠ তিনি গড়ে তুলেছেন। এই পাঠ মূলত আফ্রোপলিটানিজমের (Afropolitanism) ধারণাকে এগিয়ে নিয়ে গেছে। নতুন সমাজের ভাঙা গড়ার মাঝে বিউপনিবেশায়িত আফ্রিকার ভেতর থেকে জেগে ওঠা পৃথিবীরই কথাই বলে আফ্রোপলিটানিজম। "আউট অফ ডার্ক নাইট"কে বলা যেতে পারে ঔপনিবেশিক এবং উত্তর-ঔপনিবেশিক ঘটনা বোঝাপড়ার ক্রিটিকাল থিওরীর ঐতিহাসিক এবং দার্শনিক কাঠামোর পুনর্নিমাণ যা বিউপনিবেশায়নের ফলে সম্ভাব্য ভবিষ্যতের দিকে দৃষ্টি প্রসারিত করে।



[Out of the Dark Night ক্যামেরুনীয় দার্শনিক আশিল এমবেম্বের সদ্য প্রকাশিত গ্রন্থ। খ্যাতি এনে দেওয়া দেওয়া On the Postcolony (২০০১) গ্রন্থের পরেই এমবেম্বের এই গ্রন্থটি ফরাসি ভাষায় প্রকাশিত হয়, ২০১০ সনে। দীর্ঘ ১০ বছর বাদে, এমবেম্বের গ্রন্থটির ইংরেজি সংস্করণ অতিসম্প্রতি প্রকাশিত হয়েছে।]

হদিস- http://cup.columbia.edu/book/out-of-the-dark-night/9780231160285?fbclid=IwAR02Dmki28uRNclPeLiDCOxUppmo2Rwof8OzP0JJXnGADd8qVkctOubkVsc


প্রথম প্রকাশঃ ২০শে নভেম্বর, ২০২০

লিঙ্কঃ https://www.facebook.com/bodhichittaju/posts/3025134997587051