ডিসপোসিটর (dispositor) কি বস্তু?

জর্জিও আগামবেন



[জর্জিও আগামবেন ২০০৫ সনে ইউরোপিয়ান গ্রাজুয়েট স্কুলে What is dispositive? শিরোনামে একটা বক্তৃতা (ইংরেজিতে) দেন। বক্তৃতাটি অনুলিখন করেছেন জেসন মিশেল অ্যাডাম্‌স(Jason Michael Adams)। আগামবেনের এ বক্তৃতার (সংক্ষেপিত) তর্জমা করেছেন আবদুল্লাহ আল মামুন। আবদুল্লাহ আল মামুন পেশায় শিক্ষক, ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ান।]


মানুষের উপর গ্রহ-নক্ষত্রের প্রভাব বোঝাতে ব্যবহার হয় ডিসপোসিটর (dispositor) শব্দটি। মিশেল ফুকো এটা ব্যবহার করেছেন গর্ভনমেন্টালিটি (governmentality, শাসনতান্ত্রিকতা) ধারণার সম্প্রসারণ করতে গিয়ে। ইংরেজিতে এর অনুবাদ করা হয়েছে procedure বা অ্যাপারেটাস (apparatus, কলকব্জা) নামে, যা আসলে ডিসপোসিটিফ (dispositif) বা ডিসপোসিটর শব্দের রোশনাই পুরোপুরি ধারণ করতে পারে না।


দুনিয়ার হেন কিছু নাই, যা এই ডিসপোসিটর-এর আওতাভুক্ত নয়। রাজনীতি, ভাষা, অ-ভাষা, ডিসকোর্স বা বয়ান, আইন— তাবৎ সবকিছু নিয়ে এর কারবার। তবে ফুকো বলে দিচ্ছেন ডিসপোসিটিফ মূলত এদের মধ্যেকার সম্পর্কের বোঝাপড়া নিয়ে খেলে। দ্বিতীয়ত, এটি শক্তির ল্যাঞ্জা ধরে ঝুলে থাকে। তৃতীয়ত, জ্ঞানকান্ডের উপর ভর করে থাকার কারণে এর গমন সর্বত্র। ফুকো dispositor শব্দটার বোঝাপড়া করেছেন জঁ এপ্পোলিতের হেগেল পাঠের সময় ব্যবহার করা পজিটিভিটি (positivity) এবং ডেসটিনি (destiny, নিয়তি) শব্দদ্বয়ের বোঝাপড়ার মারফত।


ইপ্পোলিৎ বলছেন প্রাকৃতিক ধর্ম এবং ঐতিহাসিক ধর্মের ফারাকের জায়গা হতেই হেগেলের দন্দ্বের শুরু। প্রাকৃতিক ধর্ম বলতে এখানে মানুষের মনস্তাত্ত্বিকভাবে আল্লাহ, খোদা, ভগাবান বা স্রষ্টার চিন্তাভাবনা; আর [আরোপিত] ঐতিহাসিক ধর্ম মানে স্থান এবং সময়ের ভিত্তিতে মানুষের উপর ধর্মের নামে যে বিধিনিষেধ আরোপ করা হয় তাকে বোঝানো হচ্ছে। কিছু জায়গায় এপ্পোলিৎ একে পজিটিভ ধর্ম (positive religion)ও বলেছেন। ইপ্পোলিৎ বলেছেন, হেগেল চেয়েছিলেন প্রকৃতি, বুদ্ধির সাথে ইতিহাস এবং ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক গড়তে। ইতিহাস, যুক্তি, বিচারব্যবস্থাপনার আরেক নাম—ইপ্পোলিতের মতে—পজিটিভিটি যাকে ফুকো বলছেন ডিসপোসিটিফ বা ডিসপোসিটর। তবে হেগেলের ন্যায় ফুকো একে ব্যক্তির সাথে রাষ্ট্র, বিচার-ব্যবস্থা, ক্ষমতাকাঠামো এসবের বোঝাপড়ার আদলে ভাবছেন না। আবার মারামারি, কাটাকাটির সম্পর্ক হিসেবে দেখছেন না। বরং তিনি জালের ন্যায় ছড়িয়ে থাকা ক্ষমতার বিভিন্ন বিন্দুর মাঝে ছড়িয়ে থাকা এই ডিসপোসিটরকে আমাদের চোখে দৃশ্যমান করতে চাইছেন।