রাজনৈতিক অবস্থার বাস্তব পরিবর্তন চাইলে অবশ্যই এই মহামারীর সময়ের ফায়দা নেয়া উচিৎ

আলাঁ বাদিয়্যু



[আঁলা বাদিয়্যু (Alain Badiou) প্রখ্যাত ফরাসি দার্শনিক। করোনা ভাইরাস মহামারী প্রসঙ্গে বাদিয়্যু’র বিশ্লেষণ প্রকাশিত হয়েছে verso -তে On the Epidemic Situation শিরোনামে। বাদিয়্যু’র লেখাটির ইংরেজি অনুবাদক আলবার্তো তসকানো। তসকানো বাদিয়্যু’র বই ও অন্যান্য লেখাজোঁখা নিয়মিত অনুবাদ করেন। গত ২৩ শে মার্চে এই ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। তসকানোকৃত ইংরেজি অনুবাদ থেকে এখানে বাংলা ভাষায় বাদিয়্যু’র লেখাটির অনুবাদ করেছেন শাহারিয়ার জিম। জিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের শিক্ষার্থী।]