দুটি কুখ্যাত শব্দ

জর্জিও আগামবেন



[করোনাভাইরাস মহামারীর প্রসঙ্গে ইতালীয় প্রখ্যাত দার্শনিক জর্জিও আগামবেন নিয়মিত লিখছেন। গত ১০ই জুলাইতে quodlibet সাইটে তাঁর Due vocaboli infami (Two infamous words) লেখাটি প্রকাশিত হয়েছে। আগামবেনের এই লেখাটি অনুবাদ করেছেন কাব্য কৃত্তিকাকাব্য কৃত্তিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স শেষ করেছেন।]



স্বাস্থ্য-জরুরি-অবস্থার মধ্যে ঘটমান বিবাদে দুটি কুখ্যাত শব্দ হাজির হয়েছে যার একমাত্র উদ্দেশ্য ছিল তাঁদেরকে কলঙ্কিত করা যারা মনকেবশ করে ফেলে এমন আতঙ্কের মুখোমুখি হয়েও অবিরত ভেবে চলেছেঃ “অস্বীকারকারী (denier)” এবং “ষড়যন্ত্র তত্ত্ব (conspiracy)”।


প্রথম শব্দটি নিয়ে খুব বেশি বাক্য ব্যয় করা অপ্রয়োজনীয়। কেননা, ইহুদিদের বিনাশ এবং মহামারীকে একই স্তরে রাখা দায়িত্বজ্ঞানহীন। যারা এটা করে তারা সজ্ঞানে বা অজ্ঞানে ইহুদি-বিদ্বেষী হিসেবে অংশগ্রহণ করে। এই ঘটনা আমাদের সামনে স্পষ্ট করে যে অ্যান্টি-সেমিটিজম এখনও এত ব্যাপকভাবে বিস্তৃত যে আমাদের সংস্কৃতিতেও এর অবশিষ্টাংশ রয়ে গেছে। যথার্থতই ক্ষুব্ধ ইহুদি বন্ধুদের সুপারিশ মতে, এসব অযোগ্য পারিভাষিক অপব্যবহার প্রসঙ্গে যথাবিধি উচ্চারণ করা ইহুদি সম্প্রদায়ের জন্য সময়োচিত হবে। এর পরিবর্তে, দ্বিতীয় পরিভাষাটির উপর আলাপ করা গুরুত্বপূর্ণ, যা কিনা প্রকৃতপক্ষে ইতিহাস নিয়ে বিস্ময়কর রকমের অজ্ঞতার সাক্ষ্য দেয়। যারা ইতিহাসবিদদের গবেষণার সাথে পরিচিত তারা জেনে থাকবেন কিভাবে ইতিহাসবিদেরা অতীত ঘটনাসমূহের বিবরণ দেন এবং পুনঃনির্মাণ করেন, যে সকল ঘটনা প্রায়শই ব্যক্তি, দল এবং চক্রের যেকোন পন্থায় নিজেদের লক্ষ্যে পৌছানোর স্বার্থে করা সম্মিলিত নকশা এবং কর্মকান্ডের ফলাফল। হাজারো উদাহরণের মধ্য থেকে তিনটি উদাহরণ দেয়া হল, যেগুলোর প্রত্যেকেই একটি যুগের শেষ এবং নতুন ঐতিহাসিক পর্যায়ের সূচনা করেছে।


৪১৫ খৃস্টপূর্বাব্দে এইকিভিয়াদিস তাঁর সম্মান, সম্পদ এবং সকল সম্ভবপর কৌশলকে কার্যকরী করলেন এথেন্সবাসীদের সিসিলিতে যুদ্ধযাত্রা করার জন্য রাজি করতে। যেটি পরবর্তীতে একটি সর্বনাশা পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে এবং এথেন্সের ক্ষমতার সমাপ্তির সাথে একত্রিত হবে। এইকিভিয়াদিসের বিরোধীপক্ষ, তাদের কর্মকান্ডের অংশ হিসেবে, যুদ্ধযাত্রার কিছুদিন পূর্বে ঘটে যাওয়া হার্মেসের ভাস্কর্যের অঙ্গহানির ঘটনার সুযোগ নিয়ে, মিথ্যা সাক্ষী তৈরি করে তাকে ধর্মদ্রোহিতার অপরাধে মৃত্যুদন্ডে দন্ডিত করেন।


১৮ই ব্রুমেয়ারে (৯ নভেম্বর, ১৭৯৯) নেপোলিয়ন বোনাপার্ট একইভাবে রিপাবলিক সংবিধানের উপর তাঁর আনুগত্য ঘোষণা করে, একটি অভ্যুত্থানের (coup d’etat) মাধ্যমে পরিচালকবর্গকে উৎখাত করেন। প্রথম সর্বময় ক্ষমতার অধিকারী রাষ্ট্রনায়ক ঘোষিত হন এবং বিপ্লবের সমাপ্তি ঘটান। পূর্বের দিনগুলোতে নেপোলিয়ন আবে সিয়াইএস(Sieyès), যোশেফ ফুশে(Fouché) এবং লুসিয়ানো বোনাপার্টের সাথে সাক্ষাৎ করেন তাঁর কলাকৌশলগুলোকে ঘষেমেজে নেবার জন্য যা তাকে ৫০০ সদস্যের বিরোধী কাউন্সিলকে পরাস্ত করার অনুমোদন দেবে।


১৯২২ সনের ২৮ অক্টোবরে, প্রায় ২৫হাজার ফ্যাসিস্ট রোমে পদযাত্রা করে। এই ঘটনা ঘটার আগের মাসগুলোতে, বেনিতো মুসোলিনি ভবিষ্যত ত্রয়ী শাসক ডে ভেক্কি(De Vecchi), দে বোনো(De Bono) এবং বিয়াঙ্কির (Bianchi) সাথে মিলিত হয়ে এসব প্রস্তুত করেছেন। তিনি প্রধানমন্ত্রী ফ্যাক্টা, ডি’আনুঞ্জিও এবং ব্যবসার দুনিয়ার ব্যাখ্যাদাতাদের সাথে যোগাযোগ করেন (অনেকের মতে সে গোপনে রাজার সাথেও দেখা করেছিলেন) সম্ভাব্য মিত্রতা এবং প্রতিক্রিয়ার পরীক্ষা করার জন্য। একটি মহড়ার ন্যায়, দোসরা আগস্ট ফ্যাসিস্ট মিলিটারি আঙ্কোনা শহর দখল করে নেয়।


এই তিনটি ঘটনাতেই, দলবদ্ধ হওয়া ব্যক্তিরা বা অংশীদারেরা তাদের লক্ষ্যমাত্রা নির্ণয় করে সুপরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে তাঁদের লক্ষ্যে পৌছানোর জন্য কাজ করেছে। এজন্য তারা সময়ে সময়ে নিজেদেরকে সম্ভাব্য পরিস্থিতির জন্য পরিমাপ করেছেন এবং এর সাপেক্ষে নিজেদের কৌশলকে উপযোগী করে তুলেছেন। অবশ্যই, সকল মনুষ্য বিষয়েই, সম্ভাবনার নিজস্ব অংশ রয়েছে। কিন্তু সম্ভাবনা দিয়ে মানব ইতিহাসকে ব্যাখ্যা করা অর্থহীন এবং কোন গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ কখনো এমন করেননি। এর জন্য কোন “ষড়যন্ত্রের” কথা বলারই প্রয়োজন নাই। কিন্তু এটা নিশ্চিত যে, যারা ষড়যন্ত্র-তাত্ত্বিকদের সংজ্ঞায়িত করে সেই সব ইতিহাসবিদদের ন্যায় যারা এই চক্রান্ত এবং উন্নয়নকে বিশদভাবে পুনঃনির্মাণ করার চেষ্টা করেছে, তারা অজ্ঞতা (যদি মূর্খতা নাও হয়) স্পষ্ট করছে।


এটা আরও বেশি অত্যাশ্চর্য লাগে এই কারণে যে, আমরা ইতালির মত দেশে এরকম করার জন্য গোঁ ধরেছি, যার বর্তমান ইতিহাস চক্রান্ত ও গুপ্ত সমাজ, রণকৌশল এবং সকল ধরনের ষড়যন্ত্রের ফলাফলের একটি ব্যাপ্ত পরিসরের ন্যায়। ইতিহাসবিদরাও এখনো গত পঞ্চাশ বছরে ঘটে যাওয়া পিয়াজ্জা ফনটানার(Piazza Fontana) বোমা হামলা থেকে মোরো সন্ত্রাসের ন্যায় অনেক নিষ্পত্তিমূলক ঘটনার সাথে বোঝাপড়া করতে সক্ষম হয়নি। এটা সত্য যে রিপাবলিকের রাষ্ট্রপ্রধান কোসিগা(Cossiga) নিজে এমন একটা সময়ের কথা স্বীকার করেছেন যখন তিনি গ্ল্যাডিও নাম্নী একটি গুপ্ত সমাজের সক্রিয় অংশ ছিলেন।


মহামারীর ক্ষেত্রে, গ্রহণযোগ্য গবেষণাসমূহ দেখাচ্ছে যে, নিশ্চিতভাবেই এটা একেবারে অপ্রত্যাশিতভাবে আসেনি। প্যাট্রিক জাইলবারমানের গ্রন্থ Tempetes microbiennes কার্যকরভাবে নথিবদ্ধ করেছে যে (Gallimard, ২০১৩), ২০০৫ সালেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এভিয়ান ফ্লুয়ের সময়ে বর্তমানের ন্যায় একটি দৃশ্যের পূর্বাভাস দেয়, নাগরিকদের নিঃশর্ত সমর্থন নিশ্চিত করার রাস্তা হিসেবে সরকারের কাছে এটির প্রস্তাব দেয়। বিল গেটস, যিনি এই সংস্থার মূল অর্থদাতা, মহামারীর ঝুঁকি বিষয়ে তার নিজস্ব ধারনা তৈরি করেন - যা বিভিন্ন উপলক্ষের মাধ্যমে পরিচিত হয়-যেখানে তাঁর ভবিষ্যদ্বাণী মতে লখ লক্ষ মানুষের মৃত্যু ঘটাবে এবং যার বিরুদ্ধে তৈরি হওয়া প্রয়োজনীয়। ফলে, ২০১৯ সালে আমেরিকান জন-হপকিন্স সেন্টারে, বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে একটি গবেষণা হয়। যেখানে বিশেষজ্ঞ ও মহামারীবিদদের একত্রিত করে, যদি ভবিষ্যতে কোন নতুন ভাইরাস আসে তার জন্য সমন্বিত প্রতিক্রিয়া প্রস্তুত করার উদ্দেশ্যে, “ইভেন্ট ২০১” নামে করোনা মহামারীর একটি মেকি অনুশীলন সংগঠিত হয়।


ইতিহাসে সর্বদাই এবং এই ঘটনার ক্ষেত্রেও, এমন মানুষ ও সংস্থা আছে যারা তাদের বৈধ বা অবৈধ উদ্দেশ্য অনুসরণ করে এবং যেকোন পন্থায় তা অর্জন করতে চায়। একইসাথে এমন মানুষও আছে (এটা গুরুত্বপূর্ণ যে) যারা কি ঘটছে তা বুঝতে চায়, পূর্বে উল্লিখিত মানুষদের/সংস্থাকে চেনে এবং হিসেবের মধ্যে রাখে। এই কারণেই ষড়যন্ত্রের আলাপ সত্যের বাস্তবতায় কিছুই যোগ করেনা। কিন্তু, যারা ঐতিহাসিক ঘটনাবলীকে যেভাবে ঘটেছে সেভাবেই বুঝতে চায় তাঁদেরকে ষড়যন্ত্র-তাত্ত্বিক(conspiracy theorists) হিসেবে সংজ্ঞায়িত করা কেবলই নীচতা।

____________

১০ই জুলাই, ২০২০

হদিস- https://www.quodlibet.it/giorgio-agamben-due-vocaboli-infami

প্রকাশঃ ১৪ই ডিসেম্বর, ২০২০