একটি লিশ্চেনবেয়ার্গ ভবিষ্যদ্বাণী

“আমাদের পৃথিবী সভ্যতার এমন এক স্তরে পৌঁছাবে যখন আজ ভূতে বিশ্বাস করা যেমন, খোদায় বিশ্বাস করাও তেমনি হাস্যকর বলে ভাবা হবে। অতঃপর, আরও কিছুদিন পর পৃথিবী এমনকি আরও সভ্য হবে। যে তরিকায় সে সভ্যতার চূঁড়া স্পর্শ করবে তা দ্রুত হতে দ্রুততায় তরান্বিত হবে। শিখর ছোঁয়ার পর, বিজ্ঞ মতামতসমূহ আবার দমন করা হবে এবং জ্ঞান তার চরম রূপান্তরে পৌঁছাবে। তারপর ~ এই হবে সত্যিকারের সমাপ্তি ~ আমরা তখন শুধু ভূতেই বিশ্বাস করব।“


২০শে জানুয়ারি, ২০২১

জর্জিও আগামবেনের Quodlibet ব্লগে গত ২০শে জানুয়ারিতে প্রকাশিত A Lichtenberg prophecy লেখাটি বাংলায় অনুবাদ করেছেন আবদুল্লাহ আল মামুন

প্রকাশঃ ই মাঘ, ১৪২৭:::শে জানুয়ারি, ২০২১