আঁধারের ভোর

নগুগি ওয়া থিয়োঙ্গো


[নগুগি ওয়া থিয়োঙ্গো কেনীয় ঔপন্যাসিক, কবি ও উত্তর-উপনিবেশিক তাত্ত্বিক। বর্তমানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ''ইংরেজি ও তুলনামূলক সাহিত্য'' পড়ান। ইংরেজি ও গিকুয়ু ভাষায় লিখেন। তাঁর Decolonising the Mind গ্রন্থটি উত্তর-উপনিবেশিক তত্ত্বচর্চায় ক্লাসিকের সম্মান পেয়ে আসছে। উপরোক্ত "আঁধারের ভোর(Dawn of Darkness)" কবিতাটি নগুগি ওয়া থিয়োঙ্গো লিখেছেন বর্তমানের করোনাভাইরাস মহামারীর প্রেক্ষিতে। জ্যানেট ডিভিনসেঞ্জোর "Doggerel", কর্নেল ইউনিভার্সিটির মুকাইমা ওয়া নগুগির "In our Times" এবং কলকাতার সীগাল প্রকাশনীর নবীন কিশোরের "Another Twilight" কবিতার সাপেক্ষে। Warscapes ওয়েবসাইটে নগুগি ওয়া থিয়োঙ্গোর এই কবিতাটি প্রকাশিত হয়েছে। নগুগি ওয়া থিয়োঙ্গোর কবিতাটি অনুবাদ করেছেন অলিউর সান। অলিউর সান নিজেকে নন-ফিলোসফার বা ন-দার্শনিক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।]



আমি জানি,‌ জানি

এ মানবের চিরায়ত বন্ধন বিরোধী

করমর্দন

কোলাকুলি

একে অপরের কান্নার জন্য এগিয়ে দেয়া কাঁধ

অবধারিত পড়শী

এসবকিছুই নাই করে দেয়ার হুমকির মুখে দাঁড়িয়ে ,

শুধু বারবার আমাদের বুক চাপড়ে যাওয়া

রুক্ষ স্বাতন্ত্র্যবাদ নিয়ে কা কা করতে করতে,

‘সম্পত্তির আছে ব্যক্তি মানুষের মতোই সকল আইনী অধিকার' ঘোষণা দিতে দিতে,

পুঁজির দেবতাদের কাছে নিজের ভাগের জন্য বিড়বিড়িয়ে কৃতজ্ঞতা আওড়াতে আওড়াতে,

প্রকৃতির অপমানে তার-ই উপর মুতে দেই বিষ।


ইশ! যদি এখন ইংরেজিতে লিখতে পারতাম একখান কবিতা!

কিংবা তোমার মুখের যেকোনো অথবা সকল ভাষায়

তবে তোমাকেও বলতাম, আমার গিকুয়ু মা, ওয়ানজিকু, আমাকে যা বলতেন:

গুতিরি উটুকু উটাকিয়া:

প্রভাতে গিয়ে শেষ হবে না,

কোন রাতেরই এতোটা আঁধার নেই।

অথবা আরও সহজে,

প্রতিটি রাত্রির শেষে আসে ভোর।

গুতিরি উটুকু উটাকিয়া।


এই আঁধারও কেটে যাবে

আমাদের দেখা হবে বারবার

আঁধার আর ভোরের আলাপে

হাসিতে আর গানে, হয়তো কোলাকুলিতেও।

প্রকৃতি আর লালন বাঁধা সবুজ আলিঙ্গনে,

নতুন ভোর আর আঁধারের আলোয়

যেখানে উদযাপিত, আবারও খুঁজে পাওয়া আর সত্যই লালিত,

এক সম্মিলিত সত্তার প্রতিটি স্পন্দন।

______________

১৯শে এপ্রিল,২০২০


হদিসঃ http://www.warscapes.com/poetry/dawn-darkness...


প্রথম প্রকাশঃ ৬ই জুন, ২০২০

সর্বশেষ সংশোধনঃ ৬ই জুন, ২০২০

লিঙ্কঃ https://www.facebook.com/bodhichittaju/photos/a.891803994253506/2576771749090047/