লিও স্ট্রাউস ও আলেক্সান্দ্রে কোজেভে বিতর্ক



দর্শনের প্রকৃতি আর দর্শন ও রাজনীতির মধ্যকার সম্পর্কই লিও স্ট্রাউস-আলেক্সান্দ্রে কোজেভে বিতর্কের বিষয়বস্তু। দর্শন ও রাজনীতির মধ্যকার ভেদ লিও স্ট্রাউসের কাছে স্বাভাবিক/প্রাকৃতিক এবং এর গোড়া রয়েছে দার্শনিক ও ন-দার্শনিকের(non-philosophers) মধ্যে অনতিক্রম্য পার্থক্যে। কোজেভে অবশ্য জোর দিয়ে বলতে চান যে দর্শনের জিজ্ঞাসা স্বতন্ত্র ব্যক্তিমন মিটাইতে পারে না। এইটা পারবে বুদ্ধির হেগেলীয় উন্নতি যেইটা কী-না দর্শন ও রাজনীতির আন্তঃসম্পর্ককে পরোক্ষে প্রকাশ করে।

প্রকাশঃ ১৯শে ফেব্রুয়ারি, ২০১৯

লিঙ্কঃ https://www.facebook.com/bodhichittaju/photos/a.891803994253506/1722837024483528/