রিচার্ড রর্টি—সম্ভাবনা, শ্লেষ ও সংহতি


''এই গ্রন্থে আমেরিকান দার্শনিক রিচার্ড রর্টির প্রস্তাবনা হচ্ছে নীটশে, ফ্রয়েড ও ভিটগেনস্টাইন সমাজগুলির নিজেদেরকে ঐতিহাসিক সম্ভাবনা আকারে দেখতে সক্ষম করেছে। সমাজগুলি কোন ইতিহাস বিবর্জিত মানুষের প্রকৃতির প্রকাশ নয়। ইতিহাসের বাইরের কোন লক্ষ্য সম্পর্কে ওয়াকিবহাল হওয়াও নয়। মানব প্রকৃতি নিয়ে এইরকম শ্লেষাত্মক দৃষ্টিভঙ্গির গুরুত্ব আছে। তবে তা উদারতাবাদের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারেনা। দর্শন নয় বরং সাহিত্য এই কাজ করতে পারে বলে রর্টি মনে করেন। মানুষে মানুষে প্রকৃত সংহতির প্রচারের মাধ্যমেই সাহিত্য এটা করতে পারে। বিশেষ করে অরওয়েল ও নবোকভের মত ঔপন্যাসিকেরা বিশেষ বিশেষ সামাজিক চর্চা ও ব্যাক্তিগত অভিব্যক্তির নির্মমতা সম্পর্কে আমাদের সজাগ করে। এইভাবে একটি সত্যিকারের উদারনৈতিক সংস্কৃতি প্রাইভেট, শ্লেষাত্মক ব্যক্তিস্বাধীনতা ও দার্শনিক দৃষ্টিভঙ্গিকে মানুষে মানুষে সংহতির যে পাবলিক প্রকল্প তার সাথে দ্রবীভুত করবে। যার সূচনা ঘটে মহান লেখকদের অন্তর্দৃষ্টি ও সংবেদনের মধ্য দিয়ে। নিজের বিশ্বাসকে বিস্তৃতভাবে হাজির করার জন্য রর্টি দর্শন থেকে শুরু করে সাহিত্য সমালোচনা অব্দি একটা বিশাল জায়গা থেকে রেফারেন্স টানেন।''