মার্কসীয় দর্শন সম্পর্কে সুতীব্র বিতর্কের কাল

এতিয়েঁন বালিবারের সাক্ষাৎকার



[এতিয়েঁন বালিবার (Etienne Balibar) ফরাসি মার্কসীয় দার্শনিক এবং আলথুসারের সবচাইতে গুরুত্বপূর্ণ উত্তর-সাধকদের একজন। বিংশ শতাব্দীর শুরুর দশকগুলোতেই ফ্রান্স পূর্বের জ্ঞানজাগতিক ও বিদ্যায়তনিক স্থবিরতা কাটিয়ে উঠে। এরপর আমরা ফ্রান্স থেকে ঝাঁকে ঝাঁকে চিন্তক ও দার্শনিকদের আবির্ভাব দেখতে পাই। এদের বিপুল অংশ দেশের সীমানা ছাড়িয়ে বর্হিবিশ্বেও প্রভাব বিস্তার করেছে। আমাদের চিন্তাদুনিয়া গঠনেও এইসব ফরাসি চিন্তকদের অবদান একেবারে নগণ্য নয়। এইসব চিন্তক ও দার্শনিকদের পারস্পরিক লেনদেন ও বোঝাপড়া, তর্ক-বিতর্ক, প্রভাব এবং সমকালের রাজনৈতিক ও দার্শনিক প্রশ্নগুলোর মোকাবিলা থেকে বিচ্ছিন্ন করে পড়ার চল আমাদের রয়েছে। আলথুসারের অন্যতম বিখ্যাত ছাত্র ও মার্কসীয় দার্শনিক এতিয়েঁন বালিবারের এই সাক্ষাৎকারটি আমাদেরকে আটষট্টির প্যারিস ছাত্র আন্দোলন ও ষাট-সত্তরের দশকের ফ্রান্সের রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক চর্চার হালচাল নিয়ে কিছুদূর অবগত করবে। লুই আলথুসার, জ্যাক রঁসিয়ে ও অন্যান্য চিন্তকদের সাথে এতিয়েঁন বালিবারও সহ-লেখক ছিলেন বিখ্যাত Reading Capital(১৯৬৫) গ্রন্থের। বালিবার ইউরোপীয় বর্ণবাদ, নাগরিকত্ব, সীমানা বা বর্ডার, ভায়োলেন্স, পরিচয় ও নাজাত ইত্যাদি প্রশ্নে কাজ করে চলেছেন। তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছেঃ Race, Nation, Class(১৯৯১), The Philosophy of Marx(১৯৯৪), Spinoza and Politics(১৯৮৫), Politics and the Other Scene(২০০২), We, the People of Europe? Reflections on Transnational Citizenship(২০০৪), Violence and Civility (২০১৫) এবং Citizenship(২০১৫) ইত্যাদি

এতিয়েঁন বালিবারের এই সাক্ষাৎকারটি ২০১৫ সনের ১৩ই মার্চে প্রথম প্রকাশিত হয়েছে L’Humanité-তে, ফরাসি ভাষায়। Viewpoint Magazine-তে ঐ বছরের ১৭ই মার্চেই এটির ইংরেজি অনুবাদ ছাপা হয়েছিল, “A Period of Intense Debate about Marxist Philosophy”: An Interview with Étienne Balibar শিরোনামে। প্যাট্রিক কিং ও সালার মোহনেশি কৃত ইংরেজি অনুবাদ থেকে বালিবারের এই সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন কাফি মোহাম্মদ তামিম। কাফি মোহাম্মদ তামিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।]