বাস্তুতন্ত্র নিয়ে মার্কসের ভাবনা ও প্রকৃতির প্রত্যাবর্তন

জন বেলামি ফস্টার


অনুবাদঃ ৌরাঙ্গ হালদার, লেখক ও অনুবাদক




ওরেগন ছাড়ার আগে, জন বেলামি ফস্টার (John Bellamy Foster) আমাকে লিখেছিলেন, “আমাদের ঘর খালি করতে হয়েছে। আর পাড়ি দিতে হবে অনেকটা পথ। তবে আমি সকালেই সাক্ষাৎকারটা পাঠানোর চেষ্টা করবো।” আমেরিকার পশ্চিম উপকূলে ভয়াবহ আগুন লাগার ফলে বায়ু দূষণের মান উঠে যায় ৪৫০-এ। কিছু কিছু ক্ষেত্রে তা সর্বোচ্চ ৫০০ ছাড়িয়ে গেছে। এটি চরম বিপজ্জনক স্বাস্থ্য পরিস্থিতি। ওরেগনে চল্লিশ হাজার মানুষকে তাদের ঘর ছাড়তে হয়েছে। যদি বিপদের হুমকি বাড়ে, তাহলে আরও অন্তত পাঁচ লাখ লোক পালানোর অপেক্ষায় আছে। ফস্টার বলছেন, “এই হল জলবায়ু পরিবর্তনের দুনিয়া”। ওরেগন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের প্রফেসর এবং ‘মান্থলি রিভিয়্যু’ পত্রিকার সম্পাদক ফস্টার, বিশ বছর আগে ‘মার্কসের ইকোলজি [ভাবনা] (Marx’s Ecology) লিখে ‘মার্কসীয় ইকো-সমাজতন্ত্র’কে বৈপ্লবিক করেছেন। এই বইয়ের সাথে সাথে, মার্কসবাদে ইকো-সমাজতান্ত্রিক পর্যালোচনার দ্বিতীয় ঢেউয়ের সূচনা করেছে ‘মার্কস অ্যান্ড নেচার’। বইটি পল বুর্কেট (Paul Burkett)-এর সঙ্গে যৌথভাবে লেখা। ইকো-সমাজতন্ত্রী ব্যবস্থা ও কর্মসূচী বিস্তৃত করার লক্ষে, আমাদের কালে এই পর্যালোচনা খোদ কার্ল মার্কস সম্পর্কে সকল ধরনের ঘাপটি মারা আন্দাজের মুখোমুখি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মার্কসীয় বাস্তুতান্ত্রিক চিন্তার বিরাট অগ্রগতির ক্ষেত্রে, ‘মান্থলি রিভিয়্যু’র সাথে সম্পৃক্ত অনেকে এবং ফস্টার একটি বাকবদলকারী ভূমিকা রেখেছেন। তাঁদের কাজ দেখিয়েছে, উনিশ শতকে লেখা সত্ত্বেও, আমাদের সমকালীন বাস্তুতান্ত্রিক অবক্ষয় নিয়ে বলতে হলে মার্কস কতটা অপরিহার্য। তাঁর চলতি প্রত্যয়টি পরিচিত হয়েছে ‘বিপাক-ক্রিয়ায় ফাটল (metabolic rift)’-এর ঘরানা হিসেবে। ফস্টার এই প্রত্যয় উদ্ধার করেছেন মার্কসের পুঁজি গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে। এর ফলে সামাজিক বিভাজন ও মহামারী-বিদ্যা থেকে শুরু করে সমুদ্র শোষণের অধ্যয়ন, সাম্রাজ্যবাদ এবং প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান গবেষণায় অসংখ্য ইকো-বস্তুতান্ত্রিক (ecomaterialist) ধারণা বিকশিত হয়েছে। তাঁর সবশেষ বই ‘রিটার্ন অব নেচার’ প্রকাশ নিয়ে বলতে গেলে, এটি বড় মাপের ইকো-সমাজতান্ত্রিক চিন্তকদের আদ্যপান্তের বিশাল একটি সৌধ। বইটি সম্পন্ন করতে তাঁর লেগেছে বিশ বছর। মার্কসের মৃত্যুর পরে ১৯৬০ ও ৭০ দশকে পরিবেশবাদের আবির্ভাব, সেইসাথে ‘মার্কসের ইকোলজি’ থেকে নিয়ে তাঁর নতুন বইয়ের সাথে এর সম্পর্ক এবং সবচেয়ে বিখ্যাত মার্কসীয় বাস্তুতন্ত্র ভাবনার চলতি বিতর্কে এইসকল প্রধান ব্যক্তিত্বরা যে পথে ভ্রমণ করেছেন, ফস্টার সে সম্পর্কে আমাদের বলেছেন। কাজেই, তাঁর ভাবনাবলী এই লিগ্যাসির গুরুত্ব নিয়ে পুনঃচিন্তা করতে আমাদের সাহায্য করে। এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি হল, যেসব শর্তাবলীর কারণে আজ আমাদের পৃথিবী অস্তিত্ব সংকটে আছে, তাকে অতিক্রমণের জন্য জরুরী প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।


সাক্ষাৎকারটি প্রথম প্রকাশিত হয় স্পেনে। Viento Sur পত্রিকায়। অক্টোবর-নভেম্বর ২০২০ (১৭২) সংখ্যায়। এরপর প্রায় একই সঙ্গে ছাপা হয় দুটি দেশ থেকে। ফিনল্যান্ডে Rab Rab: Journal for Political and Formal Inquiries এবং আমেরিকায় ‘মান্থলি রিভিয়্যু’ পত্রিকায়। বাংলা অনুবাদের জন্য ‘মান্থলি রিভিয়্যু’ প্রকাশিত ইংরেজি সংস্করণটি ব্যবহৃত হয়েছে।