জীবনের ভার

মানব জীবনের অর্থনীতি


আশিল এমবেম্বে


[আশিল এমবেম্বে(Achille Mbembe) ক্যামেরুনীয় দার্শনিক। জৈব-রাজনীতি (biopolitics) প্যারাডাইমের সীমাবদ্ধতা দেখিয়ে এবং ‘মারণ-রাজনীতি’ (necropolitics) ধারণা হাজির করে এই চিন্তাকে এগিয়ে নিয়ে দার্শনিক মহলে নিজের জায়গা পোক্ত করেছেন। উত্তর-উপনিবেশিক তত্ত্বেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। করোনাভাইরাস মহামারীর প্রেক্ষিতে এমবেম্বের The weight of life: On the economy of human lives শিরোনামের লেখাটি Eurozine পোর্টালে (Isabelle Chaizeৃত ইংরেজি অনুবাদ) গত বছরের ৬ই জুলাইতে প্রকাশিত হয়। এমবেম্বের এই লেখাটি ইংরেজি থেকে অনুবাদ করেছেন রায়হান রহমান। রায়হান রহমানের প্রকাশিত বই (হাসান আল জায়েদের সাথে যৌথভাবে অনূদিত): নীরদ সি চৌধুরীর মনইসলাম, সাম্রাজ্য ও হারানোর বেদনা (২০২০)। ইয়ান অ্যালমন্ডের এই বইটির অনুবাদ প্রকাশ করেছে ইউপিএল।]



কোভিড-১৯ সৃষ্ট মন্দার প্রভাব সীমিত করার তাড়ায় কেউ কেউ জীবন বাঁচানোর চেয়ে অর্থনীতি বাঁচানোকে বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু দেহ ও সম্পদের অনিশ্চিত নিঃশেষকরণই সম্বৃদ্ধি নয়। মৌলিক প্রয়োজন মেটানো দিয়েই কেবল আমরা সকলের মর্যাদা পুনরুদ্ধার করতে পারি।


কিছু কিছু অনুমান যেগুলো গত অর্ধ-শতাব্দী ধরে অনেকবার উঠে আসা সত্ত্বেও উপেক্ষিত হয়েছে, কোভিড-১৯ সেগুলোকে নিশ্চিত করেছে। এই অনুমানগুলোর একটি মহাবিশ্বের বিশালতার মাঝে মানব প্রজাতির মর্যাদা ও অবস্থান নিয়ে চিন্তিত। আমরা পৃথিবীর একমাত্র বাসিন্দা নই, নই অন্য সকল প্রাণীর উপরে। আমরা অণুজীব (microbe) ও ভাইরাস এবং সকল ধরনের ভেষজ, খনিজ ও জৈব প্রভাবের সাথে অপরিহার্য মিথষ্ক্রিয়ার ছেদবিন্দুতে অবস্থান করি। আরও সঠিকভাবে বললে আমরা অংশত এসব ‘অন্য প্রাণ’ দিয়ে গঠিত। তবে এরা আমাদের ক্ষয় ও পুনর্গঠনও করে। এরা আমাদের গড়ে তোলে আবার ভেঙে ফেলে, আমাদের দেহ থেকে শুরু করে আমাদের পরিবেশ ও আমাদের যাপন-প্রণালি, সবই।


এই অতিমারী কেবল মানব সভ্যতার কাঠামোর ও আধেয়’র জটিলতা ও ভঙ্গুরতাই উন্মোচন করেনি, এর সকল নৈরাজ্য ও বৈচিত্র্যসহ খোদ জীবনের অসহায়ত্বকেই চোখের সামনে নিয়ে এসেছে— যে দেহ এই জীবনকে ধারণ করে ও যে দম সে ছাড়ে থেকে সেটা থেকে শুরু করে যে পুষ্টি ছাড়া এটা নির্জীব হয়ে যাবে সেই পর্যন্ত। এই মৌলিক অসহায়ত্বই মানবতার সার। কিন্তু নানান মাত্রায় প্রতিটা জীবনই এই গ্রহের অংশীদার। দানবীয় শক্তিগুলি এই গ্রহকেই অধিংকাশ জীবিত প্রাণীর জন্য বসবাসের অনুপযোগী (যদি বাসের-অযোগ্য না হয়ে থাকে) বানিয়ে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।