উহানের ডায়েরী

আই শিয়াওমিং


[আই শিয়াওমিং(AI XiaomingAI Xiaoming) চীনা ডক্যুমেন্টারি ফিল্ম নির্মাতা ও রাজনৈতিক অ্যাক্টিভিস্ট। প্রায় দুই ডজনেরও অধিক ফিল্ম বানিয়েছেন। ১৯৯৪ সালে গুয়াংজু শহরে অবস্থিত সান ইয়াৎ-সেন বিশ্ববিদ্যালয়ে চীনা সাহিত্যের অধ্যাপক হন, women’s studies and literature পড়াতেন। নিউ লেফট রিভিয়্যু পত্রিকার চলতি সংখ্যায় (মার্চ-এপ্রিল, ২০২০) তাঁর Wuhan Diary লেখাটি প্রকাশিত হয়েছে। মূলত, ‘ম্যাটারস’ ওয়েবসাইটে অডিও-ফটোগ্রাফ-পদ্য-গদ্যে প্রকাশিত দিনলিপির একটি সিরিজ পোস্ট থেকে এই লেখাটি নেয়া হয়েছে। শিয়াওমিং-এর লেখাটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন মোহাম্মদ শাহিন। শাহিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।]


নিউ লেফট রিভিয়্যু প্রদত্ত ভূমিকা


গত জানুয়ারি মাসে, বৃদ্ধ বাবার সঙ্গে নববর্ষ [চাঁদের উপর নির্ভর করে প্রতিবছর জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারীর প্রথমদিকে পালিত চীনাদের নববর্ষ]*** উদযাপন করতে নিজ শহর উহানে ফিরে আসেন ডক্যুমেন্টারি নির্মাতা এবং লিঙ্গীয়সম্পর্ক-অধ্যয়ন বিষয়ক পণ্ডিত গত জানুয়ারি মাসে, বৃদ্ধ বাবার সঙ্গে নববর্ষ [চাঁদের উপর নির্ভর করে প্রতিবছর জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারীর প্রথমদিকে পালিত চীনাদের নববর্ষ]*** উদযাপন করতে নিজ শহর উহানে ফিরে আসেন ডক্যুমেন্টারি নির্মাতা এবং লিঙ্গীয়সম্পর্ক-অধ্যয়ন বিষয়ক পণ্ডিত আই শিয়াওমিং। করোনাভাইরাসের লকডাউন চলাকালে, তিনি অডিও-ফটোগ্রাফ-পদ্য-গদ্যে দিনলিপির একটি সিরিজ পোস্ট করেন ‘ম্যাটারস’ ওয়েবসাইটে। এছাড়াও সম্পূর্ণভাবে টেলিফোন মেসেজ দিয়ে লেখা এবং উঁচু দালানের খোপ খোপ ঘরের ছবি সম্বলিত একটি নাটকের স্ক্রিপ্টও পোস্ট করেন। এখানে আমরা তাঁর প্রথম লেখার অংশবিশেষ প্রকাশ করছি।