‘আমরা ধ্বংসের যুগে প্রবেশ করছি’
ফ্রাঙ্কো “বিফো” বেরার্দি
[ফ্রাঙ্কো “বিফো” বেরার্দি (Franco “Bifo” Berardi) ইতালীয় কমিউনিস্ট দার্শনিক ও তাত্ত্বিক। পোস্ট-ইন্ডাস্ট্রিয়াল পুঁজিবাদে, গণমাধ্যম ও ইনফরমেশন টেকনোলজির ভূমিকা নিয়ে তাঁর কাজকারবার। মাত্র ১৩ বছর বয়সে, ১৯৬২ সনে ইতালীয় কমিউনিস্ট যুব ফেডারেশনের সদস্য হন। আটষট্টির মে’র বিখ্যাত [প্যারিস] ছাত্র আন্দোলনে অংশ নেন। সেসময়ে আন্তোনীয় নেগ্রি’র সাথে তাঁর সাক্ষাৎ হয়। আন্তোনীয় নেগ্রি ছিলেন ইতালীয় অটোনোমিজমের নেতৃস্থানীয় তাত্ত্বিক। বেরার্দিও ইতালীয় অটোনমিয়া [autonomia, স্বশাসন/স্বাধীন] মুভমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। অটোনমিজম (অটোনমিস্ট মার্ক্সবাদ ও অটোনোমাস মার্ক্সবাদ [autonomous marxism] নামেও পরিচিত) কর্তৃত্ববাদ-বিরোধী বামপন্থী রাজনৈতিক ও সামাজিক আন্দোলন এবং তত্ত্ব। এর প্রথম আবিভার্ব ঘটে সত্তরের দশকের ইতালিতে। নব্বইয়ের দশকে এসে তিনি বিখ্যাত ফরাসী মনঃসমীক্ষণবিদ ফেলিক্স গুয়াত্তারি’র সাথে কাজ করেছেন। এই সময়ে তাঁর তাত্ত্বিক কাজ ছিল মূলত সাইকোপ্যাথোলজি, ইনফরমেশন টেকনোলজি ও পুঁজিবাদের আন্তঃসম্পর্ক নিয়ে। The Third Unconscious তাঁর প্রকাশিতব্য বই। এছাড়াও তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছেঃ Félix Guattari: Thought, Friendship, and Visionary Cartography(২০০৮), After the Future(২০১১), And: Phenomenology of the End(২০১৫), Futurability: The Age of Impotence and the Horizon of Possibility(২০১৭) ও The Second Coming(২০১৯)।
করোনাভাইরাস মহামারীর প্রেক্ষিতে ফ্রাঙ্কো বেরার্দি’র একটি সাক্ষাৎকার গত জুনের ২১ তারিখে el Periódico-তে প্রকাশিত হয়েছে। পরবর্তীতে, ২৩শে জুন, Autonomies ওয়েবপোর্টালে এই সাক্ষাতকারের ইংরেজি অনুবাদ Franco “Bifo” Berardi: “we are entering the age of extinction” প্রকাশিত হয়েছে। বেরার্দি’র এই সাক্ষাতকারটি ইংরেজি থেকে অনুবাদ করেছেন কাফি মোহাম্মদ তামিম। কাফি মোহাম্মদ তামিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।]