আমাদের ভয়, আমাদের উদ্বিগ্নতা আর আমাদের কুদরত

সাইমন ক্রিচলি


[সাইমন ক্রিচলি(Simon Critchley) সমকালের গুরুত্বপূর্ণ ইংরেজ দার্শনিক। পড়ান মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ স্কুল ফর স্যোসাল রিসার্চ-এ; দর্শনের হান্স জোনাস অধ্যাপক তিনি। ‘দর্শন শুরু হয় বিস্ময় দিয়ে’ প্রাচীন গ্রিক দর্শনের এই ভাবনাকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন। তাঁর মতে, নিরাশা থেকেই দর্শনের সূত্রপাত। মৃত্যু, নৈতিকতা, ফুটবল খেলা ইত্যাদি প্রসঙ্গে ধারাবাহিকভাবে লিখে চলেছেন। হাইডেগার, দেরিদা ও লেভিনাসের লেখাজোখা পর্যালোচনা করছেন। থেলিস, প্লেটো, কনফুসিয়াস, ইবনে সিনা থেকে আরম্ভ করে হেগেল, হাইডেগার, ফানোঁ প্রভৃতি দার্শনিকদের মৃত্যু (এবং জীবন) নিয়ে আলোচনা করেছেন তাঁর -এ; দর্শনের হান্স জোনাস অধ্যাপক তিনি। ‘দর্শন শুরু হয় বিস্ময় দিয়ে’ প্রাচীন গ্রিক দর্শনের এই ভাবনাকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন। তাঁর মতে, নিরাশা থেকেই দর্শনের সূত্রপাত। মৃত্যু, নৈতিকতা, ফুটবল খেলা ইত্যাদি প্রসঙ্গে ধারাবাহিকভাবে লিখে চলেছেন। হাইডেগার, দেরিদা ও লেভিনাসের লেখাজোখা পর্যালোচনা করছেন। থেলিস, প্লেটো, কনফুসিয়াস, ইবনে সিনা থেকে আরম্ভ করে হেগেল, হাইডেগার, ফানোঁ প্রভৃতি দার্শনিকদের মৃত্যু (এবং জীবন) নিয়ে আলোচনা করেছেন তাঁর The Book of Dead Philosophers (২০০৮২০০৮) গ্রন্থে। করোনাভাইরাস মহামারী প্রসঙ্গে তাঁর “To Philosophize Is to Learn How to Die” শিরোনামের লেখাটি গত ১১ই এপ্রিলে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। ক্রিচলি’র এই নিবন্ধটি অনুবাদ করেছেন আবদুল্লাহ আল মামুন। আবদুল্লাহ আল মামুন পেশায় শিক্ষক, ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ান।]