BOARD OF ISLAMIC EDUCATION

বোর্ড অফ ইসলামি এ্যডুকেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের লক্ষ্য, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা। তাই মাদ্রাসাতে ভর্তির ক্ষেত্রে চালু করা হয়েছে অনলাইন পোর্টাল। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে এক পোর্টালের মাধ্যমে বোর্ড অফ ইসলামী এ্যডুকেশন পরিচালিত মাদ্রাসা সমূহের ভর্তির ব্যবস্থা। ঠিক কী সুবিধা রয়েছে নতুন এই ভর্তির ব্যবস্থায়? বোড ডিরেক্টর আব্দুল মাতিন জানিয়েছেন, কোন মাদ্রাসাতে কটি আসন রয়েছে তা প্রত্যন্ত এলাকার মানুষও ঘরে বসে দেখতে পাবেন। একইসঙ্গে এই পোর্টালের মাধ্যমেই ভর্তির জন্য পড়ুয়ারা আবেদন করতে পারবেন।