ছবি জমাদানের নিয়মাবলী
ছবি জমাদানের নিয়মাবলী
বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা ফটোগ্রাফিক সোসাইটি কোভিড-১৯ এর প্রকোপ এবং উর্ধ্বগতির কারনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার মাধ্যমে প্রেরণা ও উৎসাহ প্রদানের উদ্দেশ্যে একটি অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। আমাদের এই আয়োজন কে সফল এবং সুন্দর করার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
***প্রতিযোগীকে অবশ্যই বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ঢাকার শিক্ষার্থী হতে হবে।***
****ছবি জমাদানকারী সকলেই পাবেন অংশগ্রহণের সার্টিফিকেট।****
ছবি জমা:
১. বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকার ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত যে কোনো শিক্ষার্থী ছবি জমা দিতে পারবেন।
২. প্রদর্শনীর ক্যাটাগরী হবে ওপেন থিম ভিত্তিক। ছবির মাঝে নিজ ক্যামেরায় ধারণকৃত বিরল তাৎপর্যপূর্ন মুহুর্তের ছবি তুলে ধরতে হবে। কন্সেপচুয়াল ছবি গ্রহণযোগ্য। (বিয়ের অনুষ্ঠান, মডেলগ্রাফি এবং প্যানারোমা ছবি গ্রহণযোগ্য নয়)
৩. প্রত্যেক অংশগ্রহণকারী সর্বাধিক ১০ টি ছবি জমা দিতে পারবেন।
৪.ছবি জমা দেয়ার জন্য কোন ফি নেই।
৫. ছবি পাঠাতে হবে ১লা আগস্ট, ২০২১ তারিখের মধ্যে ।
গ্রুপঃ
একাদশ ও দ্বাদশ শ্রেণী - গ্রুপ এ
নবম ও দশম শ্রেণী - গ্রুপ বি
৬ষ্ঠ হতে অষ্টম শ্রেণী - গ্রুপ সি
নিয়মাবলী : যে ভাবে ছবি জমা দিবেন
১. ছবির ফরম্যাট - জেপিইজি
২. হাই রেজ্যুলেশন , যে কোন একদিকে কমপক্ষে ৩০০০ পিক্সেল হতে হবে
৩. ওভার ম্যানিপুলেটেড হতে পারবে না।
৪. প্রতিটি ছবি এভাবে রিনেম করুন,
"নাম_মোবাইল নাম্বার_শ্রেণি_সেকশন_রোল_গ্রুপ_ক্যাপশন"
( Ex. "Tanzil Ahmed_018********_11_G_14***_Freedom" )
৫. ছবিতে কোন বর্ডার, কপিরাইট মার্ক, ওয়াটার মার্ক বা কোন ধরণের লেখা থাকতে পারবে না।
৬. ছবিগুলো সাবিমিট করুন নির্ধারিত ফরম এর মাধ্যমে : https://forms.gle/DFLwXgyJGxtkuZpS6
নিয়মাবলী : ছবি বাছাই
১. প্রাথমিকভাবে ছবি বাছাই হবে বিচারকমণ্ডলীদের মতামতে।
২. চুড়ান্ত বাছাই করা হবে প্রখ্যাত আলোকচিত্র শিল্পীর মতামতে।
৩. প্রাথমিক বাছাই এর ক্ষেত্রে বিচারকদের সিদ্ধান্তই চুড়ান্ত।
৪. বিজয়ী আলোকচিত্রশিল্পীদের নাম ৮ আগস্ট, ২০২১ বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা ফটোগ্রাফিক সোসাইটির ফেসবুক পেইজ, গ্রুপ এবং ইভেন্ট পেইজ এ প্রকাশিত হবে।
https://www.facebook.com/bncdps/
প্রদর্শনীঃ
প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংক্রান্ত সকল তথ্য বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা ফটোগ্রাফিক সোসাইটির ফেসবুক পেইজ, গ্রুপ এবং ইভেন্ট পেইজ এর মাধ্যমে জানানো হবে।
ছবি জমাদানের লিংক : https://forms.gle/DFLwXgyJGxtkuZpS6
যে কোন অমিমাংসীত বিষয়ে গ্রুপের এডমিন এবং মডারেটরবৃন্দের সিদ্ধান্তই চূড়ান্ত।
অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতা - ২০২১