একটি ব্যতিক্রম ধর্মী সামাজিক সংগঠন
বর্তমানে চলছে শো অফের দুনিয়া। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কিন্তু এর মাঝেও এমন কেও কি আছে যে ভাবে সমাজ বাস্তবতা নিয়ে, যে ভাবে কিভাবে সুন্দর রাখা যায় আমাদের সমাজটাকে। এমন কেউ কি নেই যে সুবিধাবঞ্চিত মানুষ গুলোর কাঁধে কাঁধ মিলিয়ে বলবে চিন্তা কেন আমরা আছি- করুণা থেকে নয় জন্মান্তরের দায় থেকে।
আপনাকেই খোঁজে আগামীর পৃথিবী। আপনার মানবতাবাদী মনকে প্রস্ফুটিত করুন।
"ফুলের বাগান সবার মনেই থাকে,
কিন্তু ফুল সবাই ফোটাতে নাহি পারে।"
অর্থাৎ ভালো কাজ করার ইচ্ছা সবার মনেই থাকে। কিন্তু সবাই সেই ইচ্ছেটা বাস্তবে রুপদান করতে পারেনা।
তাই আপনাকে সাথে নিয়ে আমরাও কিছু ভালো কাজের স্বাক্ষি হতে চাই। যোগদিন আমাদের সাথে।
।। আসুন হাতে রাখি হাত
আলো আসবেই কেটে গিয়ে রাত।।
"বিজয়গাঁথা"
বিজয়ের প্রেরণায় জাগো।
সদস্য হওয়ার জন্য গ্রুপে, পেজে, মেসেঞ্জারে, সামনাসামনি যেভাবে খুশি, নক করলেই হবে। অপেক্ষায় রইলাম একটি আলোর সন্ধানে।