“আপনি যদি একটি জাতিকে কোনরকম যুদ্ধ ছাড়াই ধ্বংস করে দিতে চান, তাহলে তাদের তরুণ প্রজন্মের মাঝে অশ্লীলতা আর ব্যাভিচারের প্রচলনের ব্যবস্থা করে দিন।”
সুলতান সালাহউদ্দিন আইয়ুবী
Discover more Saiful Bin A Kalam watching his Videos
সুলতান সালাহউদ্দিন আইয়ুবী
একজন প্রফেশনাল ট্রেনার। আমার (Saiful Bin A Kalam) চ্যানেলে অফিস, গ্রাফিক্স ও রিলেটেড অন্যান্য বিষয়ে নিয়মিত টিউটোরিয়াল দিচ্ছি। প্রায় ৫ হাজার প্রশিক্ষনার্থীকে আজ পর্যন্ত বিভিন্ন বিষয়ে হাতে কলমে ট্রেনিং দিয়েছি। আমার কর্মজীবন ও অন্যান্য সব বিষয়ে জানতে ভিজিট করুন: https://sites.google.com/view/binakalam
ফ্রিল্যান্সিংটা শুরু হয়েছিল তৎসময়ের Odesk-এ যা বর্তমানে Upwork। এখন ফিক্স কিছু ক্লায়েন্ট ও মাঝেমধ্যে মার্কেটপ্লেসে কাজ করা হয়। অনলাইন ও ব্যাচ করে আগ্রহী পারসনদের ট্রেনিং দিই। বর্তমানে সরকারি একটি প্রকল্পে কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবে নিয়োজিত আছি।