আমরা যে সমাজে বসবাস করি সে সমাজের প্রতিটা কোনায় কোনায় রয়েছে অভাবী ও অসহায় মানুষ । তারা প্রতিনিয়ত আমাদের দিকে তাকিয়ে থাকে । আত্মসন্মানের কথা চিন্তা করে হয়তো সাহায্যর জন্য আসে না । কিন্তু তাদের দুই চোঁখে অভাবের ছাপ স্পষ্ট ।
আল্লাহ রহমতের মাস পবিত্র মাহে রমজান । বিশ্বের মুসলিম রাষ্টগুলো যেখানে রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর মূল্য স্থির করে ও মূল্য হ্রাস করে সেখানে বাংলাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন । এখানে রমজান মাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের রমরমা ব্যবসা ও পন্যর মূল্য বৃদ্ধি । যেখানে সাভাবিক চাহিদা মেটাতে হিমশিম খায় সাধারণ মানুষ ।
তাই আসুন সবাই একসাথে কাজ করি । সমাজের অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাড়াই । তাদের মুখে হাসি থাকুক পবিত্র রমজানে । ভরা সন্ধ্যায় আযানের আগেই যেন তাদের থালায় থাকে রকমারি ইফতার ।
বিএফসিপিডি এমন একটি সংঘটন যারা সমাজের এই মানুষগুলোকে নিয়ে কাজ করার দায় বন্ধ । আপনার সাহায্য আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে আমরা আপনার হয়ে পাঠিয়ে দিবো সেই মানুষগুলো হাতে যারা সত্যিকার অর্থেই অসহায়। আপনার সাহায্য পাঠাতে আমাদের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ডোনেশন সিস্টেম এ পাঠাতে পারেন ।