Bezon Kumar has a great passion to writing. He writes short stories, poems, articles and research based write-up. In addition, he writes scripts of films and drama. He is also a columnist of daily newspapers.


ধন্য বাংলাদেশ


জন্ম থেকে লড়ছি আমি, মৃত্যু অবধি লড়ব

জীবন দিয়ে হলেও আমি, অন্যায়ের বিরুদ্ধে চলব।

করতে দেব না কাউকে অন্যায়, করব না আমি নিজে

শিখিয়েছ মাগো তুমি আমায়, তোমার প্রাণটা দিয়ে।

ভুলিনিতো মাগো আজও তোমার, সেই অশ্রু-কাকুতি-মিনতি

ছাড়েনিকো মাগো সেদিন তোমায়, জানোয়ার রাজাকার পাকবাহিনী।

করেছে গুলি ওরা তোমায়, হয়েছ বিদ্ধ তুমি

দিয়েছ প্রাণ দেশের তরে, রাঙ্গা হয়েছে ভূমি।

তোমার রক্তে হয়েছে মাগো, সূর্য অতটা লাল

থাকবে বেঁচে মাগো তুমি, ইতিহাসে চিরকাল।

করবে স্মরণ তোমায় মাগো, সারাজাতি চিরদিন

জাতির স্মৃতিতে রইবে বেঁচে, ইতিহাসে অমলিন।

দিয়েছ জীবন তুমি মাগো, করেছ স্বাধীন দেশ

ধন্য জাতি ধন্য আমি, ধন্য বাংলাদেশ।


-----------------------


আজ এ গভীর রজনীতে নির্ঘুম চোখদুটো অজস্র রঙিন স্বপ্নে বিভোর তাকে ঘিরে‌- যার নির্বাক অনুপ্রেরণা আর স্পর্শহীন ভালবাসা এই ছোট্ট জীবনের অতি সামান্যতম অর্জনগুলোর অসামান্য দাবিদার, আমার হৃদয় মন্দিরে যার সুহাস্য মূর্তি সদা সমাসীন, আমার হৃদয় রাজ্যের রাজ-সিংহাসনে রানীর আসন করে আছে যে অলংকৃত, আমার দেহ-মন-প্রাণ অবলীলায় যে দেবীর ধ্যানে সদা তন্ময় হয়ে থাকে, আমার হৃদয় ভ্রমর যার নামে থাকে সদা গুঞ্জরিত, আমার হৃদয় বিহগ যার নাম- কলকাকলিতে মুখরিত করে রাখে হৃদ-কানন, আমার হৃদ-নন্দনকাননের প্রতিটি কলি প্রস্ফুটিত হয় যার ভালবাসার শিশিরস্নাত হাতের পরশে, আমার হৃদয় নদীতে উত্তাল ঢেউয়ের উন্মেষ ঘটে যার ভুবন-ভোলানো হাসিতে সে ঢেউ ফুলতে ফুলতে দুলতে দুলতে নেচে গেয়ে আমার হৃদয় তীরে এসে আছড়ে প’ড়ে বালুকাময় হৃদ-তটকে ছিন্ন ভিন্ন নিশ্চিহ্ন করে তার মাঝেই মিলেমিশে করে ফেলে একাকার, যার হৃদয় এফোঁড় ওফোঁড় করে দেয়া আঁখির ভ্রূকুটিতে আমার হৃদয় গগনে তারকা জ্বলে মিটমিটিয়ে, যে আমার হৃদয়ের স্পন্দন আর ফুসফুসের শ্বাস-প্রশ্বাস, যার ভাবনা আমায় শিহরণ জাগায় শিরা-উপশিরায় প্রতিটি রক্ত কণায় সে শিহরণ আমার সমস্ত অস্তিত্বকে নিঃস্ব ক’রে এমন এক ক্ষুদ্রকায় বিন্দুতে পরিণত করে যেখানে কেবল তার’ই হৃদয়-হরি ভুবন-ভোলানো হাস্যজ্জল মায়াবী মুখখানি প্রতিভাত হয় যে মুখের দিকে অপলকে তাকিয়ে সমস্ত জীবন জনম কাটিয়ে দেয়া যায়- সে আর কেউ নয়, আমার নয়নের মনি আর আগলে রাখা বুকের ধন, জন্মজন্মান্তরের সাধনার ফল.......................