আজকে যেই গদ্যাংশ টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে রেইনকোট। রেইনকোট এর সকল প্রকার যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমাদের এই রেনকোট গল্পটি বুঝতে হলে তোমাদের অবশ্যই লেখক পরিচিতি, শব্দার্থ ও টীকা, পাঠ পরিচিতি, এবং গল্পের মূলভাব ভালোভাবে বুঝে নিতে হবে তাহলে লেখক গল্পটা দ্বারা কি বুঝিয়েছে সেটা তোমরা সহজেই বুঝতে পারবে।