আধুনিক বাড়ি নির্মাণের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান
২০১৮ সালে প্রতিষ্ঠিত ECO Engineering & Consultancy হলো একটি আধুনিক, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী কনসালটেন্সি প্রতিষ্ঠান। আমাদের নামের “ECO” এসেছে Ecological, Economic Engineering & Consultancy থেকে, যা আমাদের মূল দর্শনকে তুলে ধরে।
আমাদের মূল মোটো – “Echoed Ecologically and Economic”। এর মাধ্যমে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—পরিবেশের প্রতি যত্নশীল থেকে এবং গ্রাহকের অর্থের যথাযথ মূল্যায়ন করে সৃজনশীল ও টেকসই সমাধান প্রদান।
আমাদের রয়েছে দক্ষ স্থপতি, অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন একটি টিম। তারা শুধু প্ল্যান বা ডিজাইনই করে না, বরং প্রতিটি প্রজেক্টে নিরাপত্তা, মান ও সৃজনশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
প্ল্যানিং ও আর্কিটেকচারাল ডিজাইন
ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইন
স্ট্রাকচারাল ডিজাইন
পৌরসভা, সি.ডি.এ ও উপজেলা প্ল্যান অনুমোদন
ডিজিটাল সার্ভে
ব্যাংক লোন সলিউশন
3D ফ্লোর প্ল্যান ও ভিজুয়ালাইজেশন
আমরা বিশ্বাস করি, প্রতিটি নির্মাণকাজ হলো একটি দায়িত্ব— বর্তমান প্রজন্মের জন্য আধুনিক সমাধান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই দৃষ্টিভঙ্গি।
আধুনিক বাড়ি নির্মাণের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান: ECO Engineering & Consultancy । এর প্রতিটি কাজের লক্ষ্য একটাই— “আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উপায়ে।”