Automation and Robo Lab started his journey in 2018. From the beginning, A&RL (Automation and Robo Lab) aimed to make significant contributions to engineering and technology in Bangladesh. We have been working tirelessly for the last 6 years to implement that goal. A&RL is a research and development based organization whose core business is to carry out research work in a continuous manner. So we are constantly developing our researched projects among the new generation of students. We are also providing our projects to various entrepreneurs for the socio-economic development of Bangladesh. Therefore, your sincere help and cooperation in our path is highly desirable.
অনুবাদ:
অটোমেশন এন্ড রবো ল্যাব ২০১৮ সালে যাত্রা শুরু করে। শুরু থেকে A&RL(Automation and Robo Lab) এর লক্ষ্য ও উদ্দেশ্য ছিল বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা নিরলশ ভাবে কাজ করে যাচ্ছি বিগত ৬ বছর ধরে। A&RL মুলত Research and Development ভিত্তিক একটি প্রতিষ্ঠান যার মৌলিক কাজ হল গবেষণা মূলক কাজ গুলো ধারাবাহিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তাই আমাদের গবেষণা কৃত প্রজেক্ট গুলো নতুন প্রজন্মের ছাত্র/ছাত্রীদের মাঝে বিকাশ করে যাচ্ছি প্রতিনিয়ত। এছাড়াও আমরা আমাদের প্রজেক্ট গুলো বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন উদ্দোক্তাকে সরবরাহ করছি। তাই আমাদের এই পথচলায় আপনাদের আন্তরিক সাহায্য ও সহযোগিতা একান্ত কাম্য।