আগামী ১১/১০/২০২১(সোমবার) রাত ৯.৩০ মিঃ লাইভ প্রোগ্রাম নিয়ে সাথে আছি আমি মোঃ রেজওয়ানুল হক।
Atomy Mini Mart কতৃক আয়োজিত এই প্রথম লাইভ প্রোগ্রাম নিয়ে আসছি Atomy Mini Mart অর্থাৎ অনলাইনে কেনা কাটার জগৎ থেকে।
অনুষ্ঠান সঞ্চালনা ও সভাপতি মোঃ রেজওয়ানুল হক, প্রতিষ্ঠাতা ও পরিচালক, Atomy Mini Mart, মেম্বার এটমি গ্লোবাল বাংলাদেশ। -রংপুর
প্রধান অতিথিঃ
মোঃ মামুন খান। সিনিয়র ব্যাংকার, স্টান্ডার চার্টার ব্যাংক, এটমি গ্লোবাল বাংলাদেশ লিঃ -ঢাকা।
বিশেষ অতিথিঃ
মোঃ আনোয়ার হোসেন রানা, সিনিয়র মেম্বার এটমি গ্রুপ বাংলাদেশ। -চিরির বন্দর, দিনাজপুর।
এড্যভোকেট গৌরাঙ্গ তালুকদার, সিনিয়র মেম্বার এটমি গ্রুপ বাংলাদেশ।- সিলেট
সজিব ভৌমিক, ইঞ্জিনিয়ার এবং এটমি মেম্বার গ্রুপ বাংলাদেশ। -কিশোরগঞ্জ
মোঃ নাজমুল হক, চেয়ারম্যান, গ্লোবাল ভিলেজ আইসিটি ওয়ার্ল্ড ও মেম্বার এটমি গ্রুপ বাংলাদেশ। -দিনাজপুর
আপনারা সবাই আমন্ত্রিত। যারা লাইভ দেখবেন বা দেখছেন তারা শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে। সাথে থাকার জন্য আগ্রিম ধন্যবাদ।