১/ ফ্রিল্যান্সিং কি ?

- ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি ঘরে বসেই নিজে ইনকাম করতে পারেন।

২/ এটার জন্য কি কি প্রয়োজন ?

- এটার জন্য প্রয়োজন হয় , ইন্টারনেট , বেসিক কাজের জন্য-একটি মোবাইল ফোন, বা এর থেকে প্রোফেশনাল কাজের জন্য একটি কম্পিউটার বা ল্যাপটপ।

৩/ এটা কিভাবে করে ?

- এর জন্য আপনার একটি স্কিল নির্ধারণ করতে হবে, সেই স্কিল নির্ধারণ করে তারপর সেটি সিখতে হবে , তাঁর পর

সেই স্কিল শিখে এর ওপর আপনি বিভিন্ন মার্কেট প্লেসে আপনি কাজ করবেন ।

৪/ এর থেকে কিরকম ইনকাম করা যায়?

- এটা আপনার শেখার ওপর নির্ভর করে , আপনি যেই স্কিলটা শিখে ভালোভাবে করতে পরবেন সেই হিসেবে আপনি ইনকাম করতে পারেন, কিন্তু এটি একটি চাকরি থেকে আনেকংশই বেশি ইনকাম করা যায় ।

৫/এটিতে কিরকম সুবিধা পাবো ?

- প্রথম সুবিধা হচ্ছে এই কাজটি নিজে ঘরে বসেই করা যায় , এবং এই কাজটি আপনি নিজেই সিডিউল করেই করতে পারেন নিজের ইচ্ছে মত , এরপর আপনি কোথাও ঘুরতে গিয়েছেন তখনও আপনি করতে পারেন , তাছাড়া এই কাজটি আপনি নিজের মতো সময় বুঝেও করতে পারেন।

৬/এর মধ্যে কি কি কাজ রয়েছে ?

- এর মধ্যে রয়েছে,

- ওয়েব ডিজাইন।

- গ্ৰাফিক ডিজাইন।

- ডিজিটাল মার্কেটিং।

- ভিডিও-এনীমেসন।

- রাইটিং-ট্রনসিলেশন।

- মিউজিক-ওডিও।

- প্রগ্ৰমিং।

- ইত্যাদি,,,,,,,,

৭/ এর মধ্যে কোনটি ভালো ?

- এর মধ্যে পুরো ওয়ার্ল্ড এ সবথেকে বেশি রংকিং এ আছে ডিজিটাল মার্কেটিং

এবং পুরো ওয়ার্ল্ড এ এর কাজ ই সবথেকে বেশি , তাই আমার মতে সবথেকে এটাই বেশি ভালো হবে ।

৮/এটা কোথা থেকে শিখব আমি ?

- এর জন্য আমি যেখানে শিখেছি সেটাকেই সাজেষ্ট করতে পারি কারণ ওখান থেকে আমি খুব ভালো ভাবেই শিখতে পেরেছি , আর আমি শিখেছি - Scholar's it Institute থেকে। আর আমি আশাকরি আপনারাও ওখানথেকে খুব ভালো ভাবেই শিখতে পারবেন।