All Bengal Transfer Forum (ABTF) একটি সম্পুর্ন অরাজনৈতিক ট্রান্সফার সম্পর্কিত মঞ্চ।২০২০ সালের জুন মাস থেকে রাজ্যের সর্ব স্তরের সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফারের জন্য এই মঞ্চের সৃষ্টি ও পথ চলা শুরু হয়।এই মঞ্চের মূল উদ্দেশ্য ও লক্ষ্য হল শিক্ষার সঙ্গে জড়িত সমস্ত কর্মীদের বাড়ির কাছে বদলি এবং বদলি সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান।
আমাদের দাবি,"শিক্ষার স্বার্থে,সমাজের স্বার্থে বদলি চাই"
*********
##আমাদের মূল দাবি গুলো ##
১)মুখ্যমন্ত্রীর আস্বাস অনুযায়ী সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিজ নিজ জেলায় বদলির সত্বর ব্যবস্থা করতে হবে।
২)সিনিয়রিটি ও দূরত্বকে অগ্রাধিকার দিয়ে জেনারেল ট্রান্সফার অতি শীঘ্র শুরু করতে হবে।
৩)বদলি সংক্রান্ত একটি পৃথক পোর্টাল চালু করে অনলাইনের মাধ্যমেই সমস্ত প্রকার ট্রান্সফার স্বচ্ছতার সঙ্গে ও নিয়মিতভাবে শুরু করতে হবে।
৪)ট্রান্সফার আবেদনে No Objection Certificate বা NOC পাওয়ার ব্যবস্থাকে সহজ ও বৈষম্যহীন করতে হবে।
৫)চাকুরী জীবনে মিউচুয়াল ট্রান্সফারের একাধিকবার সুযোগ দিতে হবে এবং তিনজনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার চালু করতে হবে।
৬)iOSMS সাইটে লিপিবদ্ধ সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের বাসস্থান ও কর্মস্থলের ঠিকানা সহ সমস্ত তথ্যাদি ব্যবহার করে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া সরল ও আধুনিক করা হোক
৭)নবনিযুক্ত শিক্ষকদের কনফার্মেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে ট্রান্সফারের সুযোগ দেওয়া হোক।
৮)জুনিয়র হাইস্কুলের ইচ্ছুক অনার্স পিজি শিক্ষকদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে বদলির সুযোগ দেওয়া হোক।
৯)বন্ধ থাকা সমস্ত মিউচুয়াল ট্রান্সফারের হেয়ারিং অবিলম্বে শুরু করতে হবে।
১০)জেলা ভিত্তিক সমস্ত ভ্যাকেন্সি আপডেট নোটিশ দিয়ে প্রকাশ করতে হবে।
##ABTF জিন্দাবাদ ##
=====================================================================================
রাজ্যের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিজ ভূমিতে ট্রান্সফারের দাবিতে লড়াই।
যোগাযোগ এর নম্বরঃ 7001533966/ 9474087837/ 6297906251/ 8945516435
BANK NAME: CANARA BANK
BRANCH: BURDWAN
AC NO: 0187101022936
IFSC: CNRB0000187
এই ব্যাংক একাউন্টে 300 টাকা জমা করে Screen Shot নিয়ে নিচের দেওয়া Give Donation অপশনে ক্লিক করে আপনার তথ্য জমা দিন।
আপনার জমা করা সকল তথ্য সাথে সাথে মেইল মারফৎ পেয়ে যাবেন।
আমরা কখনই আপনার কোন পাসওয়ার্ড চাই না।
আপনার তথ্য যাচাই এর পর আরেকটি কনফার্মেশন মেইল পাবেন। সেখানে আপনি একটি আইডি পেয়ে যাবেন।
প্রাপ্ত আইডি এর মাধ্যমে পরবর্তী সময়ে আপনি সংগঠনের রিনিউয়াল নিতে পারবেন।