আনন্দপাঠই কেন?
গতানুগতিকতায় নয়, আমরা মানসম্পন্ন শিক্ষায় বিশ্বাসী। আমরা চাই গতানুগতিকতার বাইরে গিয়ে একঝাঁক শিক্ষার্থী গড়ে উঠুক। বেড়ে উঠুক আপন প্রতিভায়, স্বকীয় উপলব্ধিতে। সেই চিন্তার বীজতলা 'আনন্দপাঠ'।
আমাদের বৈশিষ্ট্যসমূহ
গাইডমুক্ত ও টেক্সটবই ভিত্তিক শিক্ষা
প্রতিটি লাইন বুঝে বুঝে পড়া ও শিখা
দক্ষ টিচার্স প্যানেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে ক্লাস গ্রহণ
ছেলে ও মেয়েদের সেকশন সম্পূর্ণ আলাদা
এক নজরে আনন্দপাঠ
আপনার বাচ্চা ইংরেজি দেখলে ভয় পায়? অংকে কাঁচা? বাংলাদেশের অধিকাংশ শিশুই এরকম। এর কারণ ভুল শিক্ষাপদ্ধতি এবং নিরানন্দ পড়াশোনা।
আনন্দপাঠে আমরা নিজস্ব স্টাইলে শিক্ষা দেই। শিক্ষার্থীদের নিজ নিজ মেধা বিকশিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কিডস সেকশনটি প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য।
আইসিটি হল ভবিষ্যতমুখী শিক্ষা। শুধুমাত্র আইসিটি সাবজেক্টটাই একজন শিক্ষার্থীকে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ এনে দেয়। আগামির পৃথিবী হবে আইসিটির পৃথিবী।
আমাদের সিলেবাসে থাকা আইসিটি পাঠ্যবইগুলোও খুব চমৎকারভাবে সাজানো। আইসিটির প্রতিটি দিক সম্পর্কে শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা যেন মজবুত হয়ে যায়, সেভাবে সাজানো।
কিন্তু দুঃখজনক হলেও সত্য এই যে আইসিটির উদ্দেশ্য সাধিত তো হয়ই নি, বরং আইসিটি শিক্ষার্থীদের জন্য এখন আতঙ্কের নাম। এর কারণ আইসিটি প্র্যাক্টিস না থাকা, গৎবেঁধে মুখস্ত করতে চাওয়া।
আনন্দপাঠ সেই ধারা থেকে বেরিয়ে এসে প্র্যাক্টিক্যালি আইসিটি পড়িয়ে থাকে। নিচে দেওয়া যাচাই ক্লাস থেকে তোমরা দেখে নিতে পারো।
আমাদের শিক্ষার্থীরা কি ইংরেজি বলতে পারে? ফ্রি হ্যান্ড লেখতে পারে? শূন্যস্থানগুলো নিজ থেকে পূরণ করতে পারে? সাধারণত পারে না। কারণ ইংরেজিকে তারা শিখতে চায় গ্রামার দিয়ে। বাংলা ভাষা আমরা সবাই বলি। কিন্তু কেউ কি গ্রামার দিয়ে বাংলা ভাষা শিখেছি?
ইংরেজিও হুবহু বাংলার মতই একটা ভাষা। ফলে সেটাও শিখতে হবে ভাষার মত করেই। বই পড়ে, গ্রামারের রুলস দিয়ে নয়। আনন্দপাঠ এই ধারাটা ভেঙ্গে ইংরেজিকে ভাষা হিশেবে পড়াতে চায়। যেন শিক্ষার্থীদের ইংরেজি বইয়ে নয়, গ্রামারে নয়; মুখে আর কলমে থাকে।
টিচার্স প্যানেল
Department of International Relations
University of Dhaka
আইসিটি ক্লাস
আমাদের নিজস্ব শিট
Phone Number: 01521-746833
লোকেশন
ভাগদি, জিপি টাওয়ার সংলগ্ন
নরসিংদী সদর
নরসিংদী