০৪ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নির্ধারিত ফি-সহ ছাত্র-ছাত্রীদের নির্ধারিত ফরম পূরণ করে কমিটিতে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর জমা দেয়ার ক্ষেত্রে অতিরিক্ত ৫০/- টাকা হারে বিলম্ব ফি দিতে হবে।
প্রতি ২৫ জন শিক্ষার্থীর জন্য ১ জন করে শিক্ষকেরর নাম, মোবাইল নম্বর, স্কুলে পড়ানোর বিষয় উল্লেখপূর্বক তালিকা জমা দিতে হবে।
পরীক্ষা শুরুর ১ (এক) ঘন্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
পরীক্ষার হলে যাবতীয় নিয়ম-কানুন মেনে চলতে হবে।
শিক্ষকদের সম্মানী ও দুপুরের খাবারের ব্যবস্থা কেন্দ্রে থাকবে।
খাতা দেখার আগে উত্তরপত্র তৈরি করে নিতে হবে। লাল দাগের কলম দিয়ে খাতা দেখতে হবে। প্রতি ৫ জন শিক্ষককের জন্য একজন করে প্রধান পরীক্ষক খাতা দেখার বিষয়ে পর্যবেক্ষণ করবেন।
হাতের লেখা সুন্দর - অসুন্দরের জন্য নম্বর কাটা যাবে না। লেখা বুঝা না গেলে নম্বর পাবে না।
একটি প্রশ্নের জন্য একটি উত্তর দিতে হবে। একাধিক উত্তরে টিক দিলে নম্বর পাবে না।
নির্ধারিত জায়গায় নম্বর বসাতে হবে। নির্দেশনার বাইরে উত্তরপত্রে কোনো দাগ / লেখা যাবে না।
একজনের খাতা অপরজনের সাথে মিল করা / যাচাই করা যাবে না।
খাতা সম্পূর্ণ করে দেখা সম্পন্ন করে প্রধান পরীক্ষককের নিকট জমা দিতে হবে।
পরীক্ষকের স্বাক্ষর ও গোপন নম্বর ব্যবহার করতে হবে।
প্রধান শিক্ষকের সাথে সমন্বয় করে পরীক্ষার আগের দিন আই সিস্টেমে সিট ফেলতে হবে।
কেন্দ্র সচিবের সাথে সমন্বয় করে পরীক্ষার হলে গার্ড দায়িত্ব দিতে হবে।
কমিটির সদস্যদের উপস্থিতিতে পরীক্ষা শুরু হওয়ার ৪৫ মিনিট আগে লটারির মাধ্যমে সেট নির্ধারিত করে গোপনীয়তা রক্ষা করে প্রশ্ন প্রিন্টিং করতে হবে। যে দোকানে প্রিন্ট হবে সে দোকানে পরীক্ষার দিন পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো প্রশ্ন প্রিন্ট ছাড়া আর কোনো কার্যক্রম চালাতে পারবে না।
২০ ডিসেম্বর ২০২৫, শনিবার সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরদিন বিকাল ৫ টায় অনলাইন ও অফলাইনে ফলাফল প্রকাশ করা হবে।
২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট, টাকা প্রদান করা হবে।
অনুমদিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, বেসরকারি মাদ্রাসা, কারিগরি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনজিও পরিচালিত বিদ্যালয়সহ অন্যান্য যেসকল শিক্ষার্থী প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত রয়েছে তারা অংশগ্রহণ করতে পারবে।
পরীক্ষা অনুষ্ঠিত মাল্টিপল চয়েস কুইশচেন (এমসিকিউ) ও লিখিত প্রশ্নে।
প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দিতে হবে। মোট নম্বর ১০০।
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। মোট নম্বর ১০০।
সকল প্রশ্ন সিলেবাস অনুযায়ী করা হবে।
যা যা প্রয়োজনঃ
সরবরাহকৃত ফরম যথাযথ পূরণপূর্বক স্বস্ব বিদ্যালয়ে জমা দিতে হবে।
অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের জন্য ২৫০/- টাকা জমা দিতে হবে।
ঈরীক্ষার প্রবেশপত্র স্ব স্ব বিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে।
যেসকল শিক্ষার্থী অনলাইনে আবেদন করবেন তাদের অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে।
বৃত্তির পদ্ধতিঃ
শ্রেণি ভিত্তিক মোট শিক্ষাথী ৫% হারে ট্যালেন্টপুল ও ২০% হারে সাধারণ বৃত্তি পাবে।
শতকরা হিসাবে .৫ এর উপরের সংখ্যাকে ১ গণনা করা হবে।
সাধারণ গ্রেডে বৃত্তির জন্য স্ব স্ব বিদ্যালয়ের শ্রেণি ভিত্তিক সর্বোচ্চ নম্বরধারী বিবেচিত হবে।
ট্যালেন্টপুলের জন্য এককালীন ১০৫০/- টাকা, সনদ ও ক্রেস্ট পাবে।
সাধারণ গ্রেডের জন্য এককালীন ৫৫০/- টাকা, সনদ ও ক্রেস্ট পাবে।
পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
প্রবেশপত্র, কলম, পেনসিল, রাবার, ইত্যাদি ছাড়া অন্য কোনো কাগজ, ক্যালকুলেটর সঙ্গে আনতে পারবে না।
উত্তরপত্রে কোনো দাগ/ সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় কোনো লেখা কিংবা উত্তরপত্র ভাজ করা যাবে না।
প্রশ্নের ধরণ: বহুনির্বাচনি
বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
নম্বর বিভাজন
বিষয় প্রশ্নের ধরণ
বাংলা বহুনির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
২০ টি প্রশ্ন থাকবে। ২০টির উত্তর দিতে দিবে। প্রতিটির জন্য ১ নম্বর।
২০ দ্ধ ১ = ২০ ১ টি প্রশ্নের উত্তর উত্তর দিতে হবে। নম্বর ৫।
৫ দ্ধ১ = ৫
ইংরেজি বহুনির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
২০ টি প্রশ্ন থাকবে। ২০টির উত্তর দিতে দিবে। প্রতিটির জন্য ১ নম্বর।
২০ দ্ধ ১ = ২০ ১ টি প্রশ্নের উত্তর উত্তর দিতে হবে। নম্বর ৫।
৫ দ্ধ১ = ৫
গণিত বহুনির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
২০ টি প্রশ্ন থাকবে। ২০টির উত্তর দিতে দিবে। প্রতিটির জন্য ১ নম্বর।
২০ দ্ধ ১ = ২০ ১ টি প্রশ্নের উত্তর উত্তর দিতে হবে। নম্বর ৫। (সৃজনশীল/ সাধারণ)
৫ দ্ধ১ = ৫
বিজ্ঞান বহুনির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১০ টি প্রশ্ন থাকবে। ১০টির উত্তর দিতে দিবে। প্রতিটির জন্য ১ নম্বর।
১০ দ্ধ ১ = ১০ ১ টি প্রশ্নের উত্তর উত্তর দিতে হবে। নম্বর ২.৫।
২.৫ দ্ধ১ = ২.৫
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বহুনির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১০ টি প্রশ্ন থাকবে। ১০টির উত্তর দিতে দিবে। প্রতিটির জন্য ১ নম্বর।
১০ দ্ধ ১ = ১০ ১ টি প্রশ্নের উত্তর উত্তর দিতে হবে। নম্বর ৫।
২.৫ দ্ধ১ = ২.৫
মোট ৮০ ২০
১০০
সিলেবাস: সর্ম্পূণ বই।