Basic To Advance Course
কার্টুন মেকিং এ সবাই একই প্রবলেম ফেস করেন, সেটা হল একই সিনে কার্টুন হাঁটবে, হাঁটতে হাঁটতে সে হঠাৎ থেমে যাবে , থেমে সে আবার হাঁটবে , হাঁটতে হাঁটতে সে কোথাও বসে পড়বে , আবার হাঁটবে অথবা হাঁটতে হাঁটতে সে দৌড়াবে অথবা হাঁটতে হাঁটতে সে জাম্প করবে । এটা কেউ পারেনা এবং প্রশ্ন করে এটা কিভাবে করা যায় এবং সবাই এই সমস্যাকে এভাবে সলভ করে ভিন্ন ভিন্ন সিনে ।কিন্তু এই পদ্ধতি একেবারেই ঠিক না এবং কার্টুনের সিনটি নষ্ট হয়ে যায় এবং দেখতে খারাপ লাগে ।
ফাইনালি অল টাইপ ডিজাইন নিয়ে এলো এনিমেট সিসি এর কোর্স। আগামী দশই এপ্রিল শুরু হতে যাচ্ছে বেসিক টু অ্যাডভান্স animate cc এর কোর্স।বন্ধুরা অনেকেই ভাবছেন অল টাইপ ডিজাইন চ্যানেলটি বন্ধ হয়ে গেছে। কারণ চ্যানেলে এখন ভিডিও আসেনা। চিন্তার কোন কারণ নেই খুব শীঘ্রই আসবে নতুন নতুন টিউটোরিয়াল কিন্তু আমরা পার্সোনালি লাইফ ক্লাসের মাধ্যমে অ্যাডোব animate cc এর কোর্স ওই সব ভাইবোনদের দিতে চাচ্ছি যারা কার্টুন ও এনিমেশন শিখার প্রতি খুবই আগ্রহী এবং তীব্র ইচ্ছা আছে ।
কোর্স যা যা থাকছেঃ
1.Graphic symbol & Movie clip symbol
2.Character Creation
3.Eye Blink
4.Lip Sync
5.Walk Cycle
6.Run Cycle
7. Character jump
8.Car animation
9.Bird Flying Animation
10.Animal Animation
11.Body Movement
12.Perspective & Background Creation
13.Secret Class
14.Imort & Export Video
15.Video Editing part 1 ( Camtasia)
16.Video Editing part 2(Adobe Premiere Pro CC)
17.Adobe Audition CC
18.(10 Minutes Cartoon STORY Project in Adobe Animate CC)
আমরা পুরো বাংলাদেশ থেকে 20 জনকে সিলেক্ট করব কারণ এটি একটি পেড কোর্স। যদি এই কোর্সটি আমরা ফ্রি করে দেই তাহলে চ্যানেলের একটু ক্ষতি হতে পারে কারণ পেড কোর্স ইউটিউবে এলাও না। তাছাড়াও ওইসব প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে যেসব প্রতিষ্ঠান অ্যানিমেট সিসি শিখিয়ে থাকে। তারপরও আমরা চ্যানেলে ছোট ছোট প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও বানাবো।
একটি গুরুত্বপূর্ণ কথাঃ
সবাই যদি অ্যানিমেশন শিখে যায় তাহলে আমাদের মার্কেটে কম্পিটিশন অনেক হবে কারণ অ্যানিমেশনের মার্কেটে বর্তমানে তেমন কোনো কম্পিটিশন নাই তাই যদি কোর্স ফ্রি করে দেই তাহলে ঘরে ঘরে অ্যানিমেটর তৈরি হবে এবং মার্কেটপ্লেস নষ্ট হয়ে যাবে । আমরা 20 জনকে সিলেক্ট করব পুরো বাংলাদেশ থেকে। এই ফরমটি পূরণ করে নেবেন । ফরম লিংক : https://forms.gle/PQApGGjykzFA7dws7 . আমরা ফরমটি দেখে যাচাই করব। আপনার সম্পর্কে পুরোপুরি জানব। আপনি কতটুকু এই কার্টুন ও এনিমেশন শিখতে আগ্রহী ?যদি আমাদের কাছে মনে হয় আপনি পুরোপুরি কার্টুন এনিমেশন শিখতে আগ্রহী তাহলে আপনাকে সিলেক্ট করব আর যদি দেখি না তাহলে আপনাকে সিলেক্ট করা হবে না।
বন্ধুরা এই কোর্সে আপনাদের animate cc এর অনেক সিক্রেট শেখানো হবে যেটা শিখলে animate cc আপনার কাছে পানির মত সহজ মনে হবে এবং আপনি আপনার ইচ্ছামত এনিমেশন তৈরি করতে পারবেন। এনিমেশন করার জন্য কিছু সিক্রেট মেথড আছে, এসব এই কোর্সে দেখানো হবে।বন্ধুরা বারবার বলছি এই সিক্রেট এর কথা যারা এই সিক্রেটগুলো ফাস করে দেবে , ভিডিও অন্য কোথাও শেয়ার করলে অথবা ইউটিউবে আপলোড দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কোর্সের ডিউরেশনঃ
কোর্সের ডিউরেশন রাখা হয়েছে এক মাস 15 দিন কারণ এই সফটওয়্যার এত সহজ যে এক মাস 15 দিনে পুরোপুরি ভাবে শেখা সম্ভব যদি আপনার তীব্র ইচ্ছা থাকে । আর আমরা তাকেই নিব যার তীব্র ইচ্ছা আছে। সপ্তাহে তিন দিন ক্লাস নেয়া হবে । ক্লাসের ডিউরেশন থাকবে দুই ঘন্টা এবং ক্লাস নেয়া হবে রুটিন মাফিক।