প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কে জেনে নিন -

***✓ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেয়া হয় উপজেলাভিত্তিক সৃষ্ট শূন্যপদের বিপরীতে অর্থাৎ আপনার উপজেলার বাহিরের কেউ আপনার উপজেলায় নিয়োগ পাবে না। আপনি প্রতিযোগিতা করবেন আপনার উপজেলার সকল মেধাবী পরীক্ষার্থীদের সাথে । বিশেষ করে মেয়েদের অন্যান্য যেকোনো চাকুরির পরীক্ষার চেয়ে এখানে সুযোগটা বেশি ।

***✓ গত নিয়োগে মেয়েদের ন্যূনতম যোগ্যতা HSC থাকার কারনে প্রায় ২৪ লাখ আবেদন জমা পরছিল। তবে অনেকে নামে মাত্রই আবেদন করেছে। আগামী সার্কুলারে ছেলে ও মেয়ে উভয়ের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রী পাস করা হয়েছে। সুতরাং তুলনামূলক কম আবেদন জমা পরবে ।


***✓ কোনোরকম কোটা ছাড়া যারা আছেন তাদেরও হতাশ হবার কিছু নেই। কারণ পরে অনেক কোটাই খালি থাকে, যেখানে পরবর্তীতে মেধাবীরা (সাধারন) নিয়োগ পায়। কোটা নিয়ে একদম মাথা ঘামাবেন না। কোটা নিয়ে মাথা ঘামালে পড়াশোনার উৎসাহ হারিয়ে ফেলতে পারেন।


***✓ গতবার হাজার হাজার সাধারন পরীক্ষার্থী কোটার কারনে আবেদন করেনি কিংবা আবেদন করলেও শেষ পর্যন্ত পরীক্ষা দিতে যায়নি। তবে তারা বুঝতে পারছে পরীক্ষায় অংশগ্রহণ না করে কি ভুল করছে, কিন্ত বুঝলে কি হবে ততক্ষণে চুড়ান্ত রেজাল্ট হয়ে গেছে।

***✓ সর্বশেষে,প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর অনেকের কাছেই একটা নেগেটিভ ধারণা আছে, টাকা, মামা খালু ছাড়া চাকুরী হবে না। হ্যা পূর্বে এটা বিদ্যমান ছিল, কিন্তু গত নিয়োগে কোন প্রকার আর্থিক লেনদেন ছাড়াই অধিকাংশ মেধাবী শিক্ষক হয়েছে।

***গণিত -

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত বিষয়ে একদম ব্যাসিক MCQ আসে যারা টিউশুনি করেন তারা সহজেই পারবেন । শুধু একটু চর্চা করতে থাকবেন । যারা টিউশুনি করেন না তাদের করতে হবে । মনে রাখবেন সারাদিন পড়ার দরকার নেই যা করবেন একটু বুঝে করবেন । একদম অবিকল কমন পাবার আশা করবেন না । নিয়ম শিখবেন তাহলে এমনিতেই পারবেন ।


You can practice the following math or you can practice with massbd.net/massbd.org /isrschool.net/isrstudy home

  • ১.অনুপাত ও গড় ২.নৌকা ও স্রোতের অংক ৩.মিশ্রণের অংক

৪.কাজের অংক (ঐকিক নিয়ম ) ৫.লাভ ক্ষতি ৬.শতকরা, সুদকষা ৭.মান নির্ণয় ও সেট (বীজগণিত) ৮.উৎপাদক (বীজগণিত) ৯.পিতা ও পুত্র ১০.সমান্তর ধারা ও গুণোত্তর ধারা ১১.চৌবাচ্চার অংক ১২.জ্যামিতিঃ রেখা, কোন, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, ট্রাপিজিয়াম ইত্যাদি করতে পারেন ।

কোন বই পড়বেন - ক্লাস সিক্স-এইটের গণিত, জর্জ ম্যাথ রিভিউ (MP3), খাইরুলস বেসিক ম্যাথ (দু্র্বলদের জন্য) । এছাড়াও যার যার পছন্দমাফিক বই কিনে নিতে পারেন । মনেরাখবেন সবথেকে বেশি দরকার যেটি তাহলো নিয়মিত ফাইনার পরীক্সার মতো পরীক্সা দিয়ে বার বার প্রাকটিস করা । এই ক্ষেত্রে অত্র অনলাইন সাইট রয়েছে আপনার সাথে । নিজে প্রস্তুতি নিন অন্যকে সহায়তা করুন

ইংরেজিঃ

যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য বলছি -প্রাইমারিতে আসা বিগত সালের প্রশ্নগুলো দেখুন দেখবেন একদম ব্যাসিক ইংরেজিত MCQ দেওয়া হয় । তাই চিন্তার কোনো কারন নেই । সবার প্রথমে বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলুন । তারপর ঐ প্রশ্নে আপনার কি কি টপিকগুলোইয় সমস্যা আছে সেগুলো ভালো করে পড়ে ফেলুন । ফাইনার পরীক্সার মতো পরীক্সা দিয়ে বার বার প্রাকটিস continue করুন


প্রস্তুতি মডেল টেস্ট। পূর্ণমান: ১০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.৫ নম্বর কর্তন করা হবে। একটা বিষয় মনে রাখবেন, যত বেশি পরিক্ষা দিবেন, তত বেশি রিভাইস হবে। আর পরিক্ষা দিতে কোথায় যাবেন? কখন যাবেন? সময় পাচ্ছেন না? তাদের জন্যই আমরা ঘরে বসেই অনলাইনে মানসম্পন্ন প্রশ্নের মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াস। কোন প্রশ্নের মধ্যে ভুলভ্রান্তি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমাদের সর্বচ্চ চেষ্টার দারা যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব।