টুর্নামেন্টটিতে অংশ নেয় রাজশাহী কমিউনিটির সেরা ৪৮ টি স্কোয়াড । সেখানে ৪৮ টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা টপ ১৮ স্কোয়াড নিয়ে শুরু হয় FFRC এর লীগ পর্বের খেলা।
লিগপর্ব থেকে সেরা ৬ দল যায় সরাসরি ফাইনালে। বাকি ১২ দল খেলে FFRC PLAY-INS । সেখান থেকে টপ ৬ দল নিয়ে অনুষ্ঠিত হয় FFRC গ্র্যান্ড ফাইনাল।
FFRC প্রথম আসরে আমরা পাই,
FFRC চ্যাম্পিয়ন্স - Z4 From Rajshahi
FFRC প্রথম রানারআপ- Bullet From Pabna
FFRC দ্বিতীয় রানারআপ - Eye From Joypur City
ম্যান অফ দা ফাইনাল - Sheakh Ahmed (Z4)
ম্যান অফ দা টুর্নামেন্ট - Aminul Islam Mahi (Z4)
টুর্নামেন্টটি সম্পূর্ণ হতো না যাদের ছাড়া - Manjurul Tushar/ Arif Faisal / Aminul Islam/ Dip/ Afzal সহ আরো অনেকে।
FFRC কৃতজ্ঞ থাকবে যাদের কাছে - জাকারিয়া ফারিদ বাপ্পি ভাই , অনন্য মাসুদ ভাই & আয়াত ভাই । আপনাদের ছাড়া FFRC অসুম্পূর্ণ থাকতো।