ভূমিকা:

রংপুর জেলার পীরগাছা উপজেলায় অবস্থিত নারী শিক্ষায় অন্যতম সেরা বিদ্যাপীঠ অন্নদানগর দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯৭৩ খ্রিস্টাব্দে স্থানীয় বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় ১.৫ একর জায়গায় গড়ে উঠেছে এ প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিবেশ, পাঠদান, শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা, ইউনিফরমসহ সার্বিক কর্মকাণ্ড যে কাউকে আকৃষ্ট করতে সক্ষম। 

পাঠদানের পাশাপাশি এখানে নিয়মিত সহপাঠ্যক্রমিক কাজের নিয়মিত চর্চা হয়। সরকারের পল্লী উন্নয়ন বোর্ড এর নিয়মিত সচেতনতা বিষয়ক সভা-সেমিনার অনুষ্ঠিত হয়। এখানে রয়েছে বিতর্ক ক্লাব, গণিত ক্লাব, বিজ্ঞান ক্লাব। প্রতিটি কাজে শিক্ষার্থীরা তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। বিগত বছরগুলোতে পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক।

এখানে রয়েছে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের সুবিশাল মাধ্যম শেখ রাসেল ডিজিটাল ল্যাব। শিক্ষার্থীরা হাতে-কলমে কম্পিউটার-ল্যাবটপ ব্যবহার করে দক্ষ হিসেবে নিজেদের তৈরি করছে।

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জ্ঞান-দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের উন্নত দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ জাগ্রত করার চেষ্টায় নিরলস কাজ করে যাচ্ছেন এক দল দক্ষ শিক্ষকমণ্ডলী। প্রধান শিক্ষকের সুযোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটি উত্তোরত্তর তার সাফল্য অব্যহত রেখে চলেছে।