এ প্রতিষ্ঠানের অর্জিত ফলাফলের ধারাবাহিকতা ও সুনাম অক্ষুন্ন রেখে আরো ভাল ফলাফল অর্জন করতে আমরা বদ্ধপরিকর। প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা- আমাদের প্রত্যাশা।
মো: শাহনূর আলম
প্রধান শিক্ষক
মো: শাহনূর আলম
প্রধান শিক্ষক
বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধকে উন্নত করাই শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এ লক্ষ্যে অন্নদানগর দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় অত্র এলাকার নারী শিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। প্রতিষ্ঠানটি সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যাঁরা এর সাথে ওতঃপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং আছেন তাদের সকলের নিরলস প্রচেষ্টার ফসল এ বিদ্যালয় । আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার । তাই তাদেরকে সুযোগ্যরূপে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্বও বটে। নিয়মিত পাঠদানের পাশাপাশি এখানে শিক্ষার্থীদের সাহিত্য ও খেলাধুলার নিয়মিত চর্চা হয়। আমরা প্রতিনিয়ত শিক্ষার উন্নয়নে কাজ করে চলেছি। আমাদের এ যাত্রার সাথী হতে আহ্বান জানাই আমাদের অভিভাবক শুভানুধ্যায়ী সকলকে।
সবার সুন্দর ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি- তিনি আমাদের সকলের প্রতি সহায় হোন ।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।
মো: আমিনুল ইসলাম
সভাপতি, ম্যানেজিং কমিটি ও চেয়ারম্যান
৪নং অন্নদানগর ইউনিয়ন পরিষদ
পীরগাছা, রংপুর।