আসসালামু আলাইকুম! আমি মোঃ সোহেল রানা। পেশায় আমি একজন মুদি দোকান্দার। আমি ক্লাস ফাইভ থেকে আমার বর্তমান দোকানের সাথে জরিত। আমি এই দোকান পরিচালোনা করার পাশাপাশি, পরাশোনা করেছি। এর পর ২০২১ সালে আমার ইচ্ছা যাগে আমি অনলাইনে ইকমার্স ব্যাবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবো। তখন আমি একটি পিসি বিল্ড করে নেই । তার পর কিছুদিন ইউটিউব থেকে ইকমার্স ব্যাবসা সম্পর্কে ধারনা নেই। তার ১-৩ মাস পরে আমি ৩ মাস ব্যাপি একটি পেইড কোর্সে জয়েন হয়ে নিয়মিত লাইভ ক্লাসের মাধ্যমে ভালোভাবে কোর্সটি সম্পন্ন করি। তারপর আমি ফাইভারে একাউন্ট তৈরী করে সার্ভিস সেল করার চেষ্টা করি। সারাদিন দোকান করে আবার রাত জেগে ক্লাইন্ট এর সাথে কথা বলে, পরের দিন আবার দোকান করার মত শক্তি ইচ্ছা থাকেনা। এভাবে কিছুদিন চেষ্টা করে একটা কাজ সম্পন্ন করি। তার পর আমি বুঝতে পারলাম। রাত জেগে আমার পক্ষে কাজ করা সম্ভবনা। কারণ রাত ২-৫ টার মধ্যে ক্লাইন্ট এর মেসেজ আসে । আর এভাবে কিছুদিন কাজ করার ফলে আমার দোকানের সময় দেয়ায় সমস্যা হয়ে পরে। এর পর আমি মাঝখানে অনেকদিন অনলাইনে কাজ করা বন্ধ রাখি। এর মধ্যে আমার পিসিটাও নস্ট হয়ে যায়। এর পর আমি সম্প্রতি আবার একটা ল্যাপটপ কিনে কাজ শুরু করে দেই । তখন ইউটিউব থেকে এক ভাই আমার সাথে অনলাইন ব্যাবসা করার জন্য এগিয়ে আসে । আমি তাকে সম্পুর্ণ সেটাপ করে দিয়েছি ইনশাআল্লাহ্ । এখন আমি সারাদিন দোকান করে সন্ধার পর থেকে কিছুটা সময় বের করে নিয়েছি । যে সময়টাতে আমি আপনাদের বিসনেস নিয়ে আলোচনা করে থাকবো। আর আমার থেকে সার্ভিস নিলে, অন্যদের তুলানায় আমাকে একটু সময় দিতে হবে। আর এই বেশি সময় আমি কেন চাচ্ছি আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।িআপনি আমার থেকে সম্পুর্ণ ফ্রিতেই সার্ভিস নিতে পারবেন। তবে, কিছু কথা more...