* Name Booking Time: 9 am to 11am.
* Aadhaar Time: 11 am to 5:30 pm.
(Office working days only)
* Name Booking Time: 9 am to 11am.
* Aadhaar Time: 11 am to 5:30 pm.
(Office working days only)
AADHAAR Update / আধার আপডেটের জন্য তথ্য :-
1) নাম(Name) সংশোধনের জন্য :-
(নাম সর্বোচ্চ 2 বার সংশোধন বা আপডেট করা যাবে)
প্রয়োজনীয় নথিপত্র:
০ থেকে ৫ বছর বয়সী শিশু ও 5 থেকে ১৮ বছর বয়সী বালক/বালিকার জন্য (1) শিশুর বার্থ সার্টিফিকেট (অরিজিনাল), (2) পিতামাতার আধার কার্ড (অরিজিনাল) শিশুর বার্থ সার্টিফিকেটে উল্লেখিত পিতামাতার নাম ও ঠিকানা, পিনকোড সহ পিতামাতার আধার কার্ডের সঙ্গে ইংরেজী বানান সহ মিলতে হবে (3) ভারতীয় পাসপোর্ট (অরিজিনাল)।
১৮ বছরের বেশি বয়সী (1) ভারতীয় পাসপোর্ট (অরিজিনাল), (2) ডিজিটাল ভোটার ID কার্ড (অরিজিনাল), (3) PAN কার্ড (অরিজিনাল)।
উল্লেখ্যঃ- উপরোক্ত নথিপত্রে নামের ইংরেজী বানান সঠিক হতে হবে এবং নামে () ব্র্যাকেট, .ফোটা ইত্যাদি গ্রহণযোগ্য নয়, পিতা বা মাতার নাম সঠিকভাবে উল্লেখ থাকতে হবে, ও আধার ধারকের ছবি থাকতে হবে। ছেড়া / ঝাপসা / কলম দিয়ে ওভার রাইটিং করা / সাদা রং দিয়ে মুছে লেখা নথিপত্র গ্রহণযোগ্য নয়।
2) জন্ম তারিখ(Date of Birth) সংশোধনের জন্য :-
(জন্ম তারিখ সর্বোচ্চ 1 বার সংশোধন করা যাবে)
প্রয়োজনীয় নথিপত্র:
০ থেকে ৫ বছর বয়সী শিশু ও 5 থেকে ১৮ বছর বয়সী বালক/বালিকার জন্য (1) শিশুর বার্থ সার্টিফিকেট (অরিজিনাল), (2) পিতামাতার আধার কার্ড (অরিজিনাল) শিশুর বার্থ সার্টিফিকেটে উল্লেখিত পিতামাতার নাম ও ঠিকানা, পিনকোড সহ পিতামাতার আধার কার্ডের সঙ্গে ইংরেজী বানান সহ মিলতে হবে (3) ভারতীয় পাসপোর্ট (অরিজিনাল)।
১৮ বছরের বেশি বয়সী (1) ভারতীয় পাসপোর্ট (অরিজিনাল), (2) ডিজিটাল বার্থ সার্টিফিকেট (অরিজিনাল), (3) Employee ID কার্ড ছবি ও আধিকারিকের স্বাক্ষর সহ (অরিজিনাল) (4) PPO/পেনশন পেমেন্ট অর্ডার (অরিজিনাল)।
উল্লেখ্যঃ- উপরোক্ত নথিপত্রে সঠিক জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে, নামের ইংরেজী বানান সঠিক হতে হবে এবং নামে () ব্র্যাকেট, .ফোটা ইত্যাদি গ্রহণযোগ্য নয়, পিতা বা মাতার নাম সঠিকভাবে উল্লেখ থাকতে হবে। ছেড়া / ঝাপসা / কলম দিয়ে ওভার রাইটিং করা / সাদা রং দিয়ে মুছে লেখা নথিপত্র গ্রহণযোগ্য নয়।
3) লিঙ্গ(Gender) সংশোধনের জন্য :-
(লিঙ্গ/Gender সর্বোচ্চ 1 বার সংশোধন করা যাবে)
প্রয়োজনীয় নথিপত্র:
০ থেকে ৫ বছর বয়সী শিশু ও 5 থেকে ১৮ বছর বয়সী বালক/বালিকার জন্য (1) শিশুর আধার কার্ড (অরিজিনাল) (2) শিশুর বার্থ সার্টিফিকেট (অরিজিনাল)।
১৮ বছরের বেশি বয়সী (1) আধার কার্ড (অরিজিনাল) (2) বার্থ সার্টিফিকেট (অরিজিনাল)।
উল্লেখ্যঃ- উপরোক্ত নথিপত্রে সঠিক লিঙ্গ/Gender উল্লেখ থাকতে হবে, নামের ইংরেজী বানান সঠিক হতে হবে এবং নামে () ব্র্যাকেট, .ফোটা ইত্যাদি গ্রহণযোগ্য নয়, পিতা বা মাতার নাম সঠিকভাবে উল্লেখ থাকতে হবে। ছেড়া / ঝাপসা / কলম দিয়ে ওভার রাইটিং করা / সাদা রং দিয়ে মুছে লেখা নথিপত্র গ্রহণযোগ্য নয়।
** UIDAI এর নিয়ম অনুসারে আধারে নাম (Name) সর্বোচ্চ 2 বার সংশোধন করা যাবে, জন্ম তারিখ (Date of Birth) সর্বোচ্চ 1 বার সংশোধন করা যাবে, লিঙ্গ (Gender) সর্বোচ্চ 1 বার সংশোধন করা যাবে।
4) অভিবাবক ও ঠিকানা সংশোধনের জন্য :-
(অভিবাবক ও ঠিকানা সংশোধন লিমিট নেই)
প্রয়োজনীয় নথিপত্র:
০ থেকে ৫ বছর বয়সী শিশু ও 5 থেকে ১৮ বছর বয়সী বালক/বালিকার জন্য (1) শিশুর বার্থ সার্টিফিকেট (অরিজিনাল), (2) পিতামাতার আধার কার্ড (অরিজিনাল) শিশুর বার্থ সার্টিফিকেটে উল্লেখিত পিতামাতার নাম ও ঠিকানা, পিনকোড সহ পিতামাতার আধার কার্ডের সঙ্গে ইংরেজী বানান সহ মিলতে হবে (3) ভারতীয় পাসপোর্ট (অরিজিনাল)।
১৮ বছরের বেশি বয়সী (1) ভারতীয় পাসপোর্ট (অরিজিনাল), (2) ডিজিটাল ভোটার ID কার্ড (অরিজিনাল), (3) ডিজিটাল রেশন কার্ড (অরিজিনাল) (4) ব্যাংক পাস বই (অরিজিনাল) নিজের ছবি, ব্যাংক ম্যানেজারের সিল স্বাক্ষর থাকতে হবে।
উল্লেখ্যঃ- উপরোক্ত নথিপত্রে নিজের সঠিক নাম, অভিবাবকের নাম, গ্রামের নাম, পোষ্ট অফিস, এবং পিন নাম্বার উল্লেখ থাকতে হবে, প্রতিটি ইংরেজী বানান সঠিক হতে হবে এবং নামে () ব্র্যাকেট, .ফোটা ইত্যাদি গ্রহণযোগ্য নয়, পিতা বা মাতার নাম সঠিকভাবে উল্লেখ থাকতে হবে। ছেড়া / ঝাপসা / কলম দিয়ে ওভার রাইটিং করা / সাদা রং দিয়ে মুছে লেখা নথিপত্র গ্রহণযোগ্য নয়।
5) Mobile & Email আপডেটের জন্য :-
(Mobile & Email আপডেটের লিমিট নেই)
প্রয়োজনীয় নথিপত্র:
০ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য (1) শিশুর আধার কার্ড (অরিজিনাল) (2) পিতামাতার আধার কার্ড (অরিজিনাল) শিশু ও তার পিতামাতা আধার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
5 থেকে ১৮ বছর বয়সী বালক/বালিকার জন্য (1) বালক/বালিকার আধার কার্ড (অরিজিনাল)।
১৮ বছরের বেশি বয়সী (1) আধার কার্ড (অরিজিনাল)।
উল্লেখ্যঃ- সাইবার জালিয়াতি এড়াতে ০ থেকে ৫ বছর বয়সী শিশুদের, ৫ থেকে ১৮ বছর বয়সী বালক/বালিকার আধারে তার পিতামাতার বা অভিবাকের Mobile নাম্বার দিতে পারে। ১৮ বছরের বেশি বয়সীরা নিজ, নিজ Mobile নাম্বার আপডেট করুন।
সাইবার জালিয়াতি এড়াতে ৫ থেকে ১৮ বছর বয়সী ও ১৮ বছরের বেশি বয়সীরা নিজ, নিজ Email ID আপডেট করা বাঞ্ছনিয়।
6) বায়োমেট্রিক (Face + Finger + Iris) আপডেটের জন্য :-
(বায়োমেট্রিক আপডেটের লিমিট নেই)
প্রয়োজনীয় নথিপত্র:
5 থেকে ১৮ বছর বয়সী বালক/বালিকার জন্য (1) বালক/বালিকার আধার কার্ড (অরিজিনাল)।
১৮ বছরের বেশি বয়সী (1) আধার কার্ড (অরিজিনাল)।
উল্লেখ্যঃ- ০ থেকে ৫ বছর বয়সী শিশুদের বায়োমেট্রিক তথ্য আপডেট নেই।
শিশুর বয়স ৫ বছর পূর্ণ হলে, তার বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে, আবার ১৫ বছর বয়সে এই তথ্য পুনরায় আপডেট করতে হবে।
৫ বছরের উদ্ধে সকল আধার ধারক প্রতি ১০ বছরে ১বার তার বায়োমেট্রিক তথ্য বাধ্যতামুলক আপডেট করতে হবে।
** আধার তালিকাভুক্তির ও আধার আপডেটের জন্য প্রতিটি অরিজিনাল নথিপত্রে নিজের সঠিক নাম, অভিবাবকের নাম, গ্রামের নাম, পোষ্ট অফিস, পিন নাম্বার, প্রতিটি ইংরেজী বানান, এবং নামে () ব্র্যাকেট, .ফোটা, ছেড়া / ঝাপসা / কলম দিয়ে ওভার রাইটিং করা / সাদা রং দিয়ে মুছে লেখা ইত্যাদি যাচাইকরণ করা হবে। তাতে কোন প্রকার ত্রুটি পাওয়া গেলে আধার তালিকাভুক্তির ও আধার আপডেটের প্রকৃয়া বাতিল হবে।
7) PoI & PoA Document আপডেটের জন্য :-
(PoI & PoA Document প্রতি ১০ বছরে ১ বার)
প্রয়োজনীয় নথিপত্র:
০ থেকে ৫ বছর বয়সী শিশু ও 5 থেকে ১৮ বছর বয়সী বালক/বালিকার জন্য (1) শিশুর বার্থ সার্টিফিকেট (অরিজিনাল), (2) পিতামাতার আধার কার্ড (অরিজিনাল) শিশুর বার্থ সার্টিফিকেটে উল্লেখিত পিতামাতার নাম ও ঠিকানা, পিনকোড সহ পিতামাতার আধার কার্ডের সঙ্গে ইংরেজী বানান সহ মিলতে হবে (3) ভারতীয় পাসপোর্ট (অরিজিনাল)।
১৮ বছরের বেশি বয়সী
PoI এর জন্য (1) ভারতীয় পাসপোর্ট (অরিজিনাল), (2) ডিজিটাল ভোটার ID কার্ড (অরিজিনাল), (3) PAN কার্ড (অরিজিনাল)।
PoA এর জন্য (1) ভারতীয় পাসপোর্ট (অরিজিনাল), (2) ডিজিটাল ভোটার ID কার্ড (অরিজিনাল), (3) ডিজিটাল রেশন কার্ড (অরিজিনাল) (4) ব্যাংক পাস বই (অরিজিনাল) নিজের ছবি, ব্যাংক ম্যানেজারের সিল স্বাক্ষর থাকতে হবে।
উল্লেখ্যঃ- UIDAI এর নিয়ম অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডের POI এবং POA আপডেট করা উচিত।