''Take a nap & leave it on us''
We are waiting to hear your story!!!
(Price starting from 1200 BDT)
আপনার পণ্য কিংবা সেবা যাই বাজারে বিক্রি করতে চান না কেন আগে চাই সুন্দর, পরিপাটি পরিবেশনা। প্রফেশনাল Facebook page হতে পারে আপনার ব্র্যান্ডের প্রধান হাতিয়ার।একটি পেইজ যতটা গোছালো এবং পরিপাটি থাকে ভোক্তার আস্থাও আপনার উপর ঠিক ততটাই জোরালো হয়।
কিন্তু বুঝতে পারছেন না ঠিক কীভাবে আপনার ফেসবুক পেজটি প্রফেশনাল ভাবে সাজাবেন?
প্রতিটি ফেসবুক পেজের প্রোফাইল পিকচার থেকে শুরু করে শপ মেনেজমেণ্ট,স্টোরি কন্টেন্ট,
এবাউট সেকশন, ইত্যাদি আপনি সাজিয়ে নিতে পারেন আমাদের প্রফেশনাল দ্বারা। এছাড়াও রয়েছে অটো মেসেজ সেটআপ করানোর বিশাল সুবিধা। আর যিনি পেইজ এ প্রক্রিয়া গুলো গুছিয়ে সম্পাদনা করেন ভোক্তারা সেই পেজ থেকে সেবা নিতে বা পণ্য ক্রয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং আস্থার একটি জায়গা পান যেখান থেকে তারা পুনরায় পন্য কিনতে চান।আর এই সকল কাজ এডভার্টাইসিং স্পেশালিস্ট
এবং ডিজাইন স্পেশালিস্ট দ্বারা সম্পন্ন করা হয়।যা আপনার কাঙ্খিত সেল এবং ভোক্তার কাছে আপনার পেইজ এর গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে বহুগুন।
(Price Starting from 700 BDT)
আপনার নাম যেমন আপনার আইডেন্টিটি বা আপনাকে রিপ্রেজেন্ট করে,ঠিক সেভাবেই একটি লোগো আপনার বিজনেস কে রিপ্রেজেন্ট করে।
প্রতিটি লোগোর একটি নির্দিষ্ট গল্প থাকে,যা আপনার বিজনেস এর কথা বলবে।
(Price Starting from 2500 BDT)
Good Marketing is Good Business. DO NOT ignore marketing while doing business. It is the easiest way to reach out to people, and we can help you grow your business.
ফেইসবুকের বিজ্ঞাপনকে ঘিরে আমাদের অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্ন নিয়ে কিছুটা আলোচনা করব।
১) বুস্ট কয়দিন থাকবে ভাই?
উত্তরঃ আপনার বাজেট অনুযায়ী আপনি যতদিন রাখেন,তবে বাজেট খুব কম কিন্তু খুব বেশিদিন রাখতে পারবেন না, রাখার অপশন নেই।
২) রিচ আসবে তো?
উওরঃ রিচ দেয়ার দ্বায়িত্ব ফেইসবুকের, আমাদের নয়, ডলারে পরিমান অনুযায়ী রিচ হয়, কোনো কোনো ক্ষেত্রে বিজ্ঞাপনের ছবির কারণে রিচ কমে যায়! যেমন- ছবিতে অতিরিক্ত লিখা, রং।
৩) ১০০০০ লাইক করলে কি আমি খুব লাভবান হবো?
উত্তরঃ পেজের অডিয়েন্স থাকা খুবই জরুরি, অডিয়েন্স না থাকলে অডিয়েন্স তৈরি হয়না।
(পেইড বা অর্গেনিক)
৪) আমার পন্যটি বিক্রি হবে তো?
উত্তরঃ বিজ্ঞাপন তৈরি ও ধরন এর নির্ভর করে পন্যটি বিক্রি হবে কিনা। পন্য ও পন্যের পূর্নাঙ্গ তথ্য আপনি কাস্টমারের কাছে তুলে ধরতে কতটুকু সক্ষম? (তাই, প্রফেশনালি কাজ করার চেষ্টা করুন)
আপনাদের যদি কোনো, প্রশ্ন থাকে তাহলে সেটি আমাদের জানান, আমরা আছি প্রত্যেক ব্যাবসায়ী ভাইদের স্বপ্ন পূরণের অংশে
পেইজ এ লাইক কেন নিব?
উত্তর টা আপনার জানার ই কথা।ধরুন একটি পেইজ এ ৩০,০০০ লাইক এবং অন্ন পেইজ এ ৩০০ লাইক সেই খেত্রে আপনি কোন পেইজ থেকে পন্য কিনবেন? অবশ্যই বেশি লাইক এর পেইজ কেই গুরুত্ব দিবেন। So #Page_like is a strong Brand identity which Helps to create strong brand image .
তবে অনেকই লাইক টাকে খুব সহজ কিছু ভেবে আছেন তাদের বলছি,লাইক আনা মোটেও সহজ কাজ নয়।একটি Ad_campaign create করে page promote করে তারপর লাইক আনা হয়। যা অবশ্যই একটি challenging বিষয়। আমরা যখন Ad_run করাবো তখন আপনি নিজেই বুজতে পারবেন কিভাবে আমরা কাজ করে থাকি।
আপনাদের যদি কোনো, প্রশ্ন থাকে তাহলে সেটি আমাদের জানান, আমরা আছি প্রত্যেক ব্যাবসায়ী ভাইদের স্বপ্ন পূরণের অংশে,
Facebook Boosting এ রিছ কমে যাওয়ার কারন ঃ
আজ কয়েকদিন যাবত দেখা যাচ্ছে Facebook বুস্টিং এ রিছ খুব বাজে ভাবে কমে গিয়েছে যার ফলে অনেক পেজ এ সেল কমে এসেছে,এর কিছু কারন রয়েছে।
এর মূল কারণ Facebook algorithm।
অর্থাৎ Fb এখন কন্টেন্ট এর উপর খুব ভালো ভাবে জোর দিচ্ছে।(কন্টেন্ট নিয়ে আমাদের অন্য পোস্ট এ বিস্তারিত আলোচনা রয়েছে)
So,
Facebook প্রতিনিয়ত তাদের আপডেট করে যাচ্ছে জাতে আমরা আমাদের গ্রাহক খুব সহজে পেতে পারি,আর এর ফলে FB তারা তাদের কস্ট টাও বাড়িয়েছে।কথায় আছে না যত বেশি সুবিধা তত বেশি খরছ।
তো ইদানিং আমাদের কাছে বার বার একটা complain e আসছে তা হলো ভাইয়া রিছ কমে গিয়েছে,সেল আসছে না। জ্বী হ্যা আমাদের টিম এই বিষয় নিয়ে আজ কয়েকদিন যাবত কাজ করছে,এবং এই বিষয় টির সত্যতা পেয়েছেন।
এখন দেখা যাচ্ছে, ৫ ডলার এ ২০০০ থেকে ৩০০০ রিছ আসতেও হিমসিম খেতে হচ্ছে।
আমাদের অনেক গ্রাহক এই বিষয় টি বুজতে পারছেন না। আবার দেখা যাচ্ছে আমদের সম্মানিত গ্রাহকেরা অন্য জায়গায় বুস্ট করেন,কিন্তু তাদের ২/৩ ডলার পর বুস্ট OFF করে বলছেন বুস্ট শেষ, তো এই বিষয় গুলো মাথায় রেখে আমরা কিছু #Reach_package নিয়ে এসেছি আপনাদের জন্য ,
জাতে করে আপনারা বুজতে পারবেন আপনার বুস্ট টি সঠিক ভাবে হয়ছে কিনা।কারন,বুস্ট করার পর ডলার স্পেন্ড দেখা না গেলেও রিছ কিন্তু ঠিকি দেখা যায় । যার ফলে আপনি সহজে বুঝতে পারবেন বুস্ট সঠিক এবং যত রিছ বলেছে তা হয়েছে কিনা সেই ক্ষেত্রে কেও বুস্ট OFF করে বলতে পারবেন না বুস্ট শেষ, তখন আপনি বলতে পারবেন কি বেপার আমাকে বলছেন ১০,০০০ রিছ আসবে তা তো আসে নি।তাই এই ক্ষেত্রে তাকে অবশ্যই রিছ ফিলাপ করতেই হবে যত ডলার এ লাগুক না কেন।আর Reach_package এ আমরা শতভাগ আশাবাদী সেল আসবেই ইনশাআল্লাহ ।
তাই দেরি না করে নিয়ে ফেলুন আপনার পছন্দের
রিছ প্যাকেজ।
এই প্যাকেজ এর আরও সুবিধা হলো :
বুস্ট on/off নিয়ে চিন্তা মুক্ত।
১০০% রিছ ফিলাপ গেরান্টি।
(এতে যদি ডলার বেশিও লাগে তা সম্পূর্ণ আমাদের ব্যাপার, তাই বলা যায় আপনি নিশ্চিন্ত)
সেল হয়ার ৯৯% নিশ্চয়তা।
বুস্ট মনিটরিং এর সুবিধা।
শর্ত প্রযোজ্য :
কোন ধরনের ডাউনলোড করা পিক,মক আপ পিক,Pre- order campaign এই Reach-campaign এর মধ্যে আসবে না।