Manob sovvota

মানব সভ্যতা

ব্যান্ড : প্রায়-শূন্য

কণ্ঠ : মঞ্জুর প্রায়-শূন্য

( কথা ও সুর : রাজু প্রায়-শূন্য )

মানুষের সামনে মানুষ

মারছে, মানুষ ভাসছে,

ডুবছে, মানুষ মরছে

অতি সাধারণ একটি দল

নির্বাক চেয়ে দেখছে

মারছে, মানুষ মরছে !!

ডিজিটে ডিজিটে বার্তা লিখছে

মারছে, মানুষ মরছে !!

এখানে আইন বড্ড কড়া

যতই বাড়ুক পার পাবেনা।

এখানে হাতে ভারি অস্ত্র

অতি সাধারণ দৃষ্টি থমকে দাঁড়ানো

যে ক্ষণে কেউ এগোবে না,

তুমিও না, আমিও না শুধুই মৃত্যু।

প্রায় শুন্য মানবতায় পৃথিবীতে

মানুষের সামনে মানুষ

ভাসছে ডুবছে মানুষ দেখছে, শুনছে

নিয়ম করে নিয়মিত সভা ডাকছে, সমাধান খুজছে

মারছে, মানুষ ভাসছে, ডুবছে

মানুষ মরছে, মরছে, ডুবছে, ভাসছে

না মরা মানুষ, মানুষের সামনে বেঁচে থাকছে...।