be alive with the art : pry-shunno

The " Pry-Shunno " are a band from Khulna to Dhaka featuring Bangladeshi Music members Monjur, Razzu, Zabed and Kamran. The " Pry-Shunno " also features Mamunor Rashid Razzu Sound Engineer of Channel i. Monjur Ahmed Sr. Audio Editor of ABC Radio (FM 89.2) and a host of audio studio, Dhaka based acts.


"প্রায়-শূন্য" ১৯৯২ এর ১৩ই জানুয়ারি থেকে শুরু করে ১৯৯৬ এর দিকে খুলনার মঞ্চে ব্যস্ত হতে না হতেই শুরু হল আর এক টানা-পোড়ন। তখন খুলনায় রাজু ছাড়া একে একে বাকি সব সদস্যরাও আলাদা হয়ে গেল। তবে দল ছেড়ে যাওয়া বন্ধুদের মিউজিক বিশেষ করে ব্যান্ড মিউজিকটা তো একেবারেই আর করা হল না, অন্য জীবনের পথে পাড়ি জমালো। এভাবেই গান দল "প্রায়-শূন্য" তার নাম করন ও দলের সদস্য নিয়ে টানা-পোড়ন জাতীয় খেলার মাঝে, পেরিয়ে গেল ৯২ থেকে ৯৭।

"জীবন যুদ্ধে" টিকে থাকাও যখন দায়, তখন ছায়া হয়ে এলেন দ্যা-ব্লুজ এর লিটন সাঈদ ভাই। আঞ্চলিক বা বিভাগীয় পর্যায়ে ব্যান্ড মিউজিক এর পেশাদারিত্বের এক রুপ নিয়ে খুলনার বুকে প্রথম অডিও স্টুডিও 'সৃষ্টি'। সেখানে শুরু হল মিউজিশিয়ান ও স্টুডিও ইঞ্জিনিয়ারিং চর্চা-কাল, বেঁচে রইলো 'প্রায়-শূন্য'। প্রথম তৈরি এ্যালবাম ও বাজারজাত করনের আশায় কাটলো ইং- ১৯৯৭ থেকে ২০০২।

রাজুর চেষ্টা ও ব্যান্ড মিউজিকের নেশায় আরও কিছু সদস্য আসা-যাওয়ার মধ্যদিয়ে ধীর গতিতে হলেও চলমান রইল 'প্রায়-শূন্য' দলের কার্যক্রম এবং প্রায় তখন থেকেই দলের সদস্য- রাজু, মঞ্জুর প্রায়-শূন্য সুরের আড্ডা জম-জমাট সাউন্ড মেশিন কেন্দ্রিক ঢাকা শহরে। 'প্রায়-শূন্য' আড্ডায় জন্ম নেওয়া নতুন গানগুলোর একটি দুটি করে আন-রিলিসড বা রিলিসড গানের মিক্সড এ্যালবামে কিছু এবং নাটক, সিনেমা, ম্যাগাজিন টাইটেল সহ বিভিন্ন মাধ্যমেও বেশ কিছু গান গাওয়া হলো "প্রায়-শূন্য" গান্ দলের।

সংগীতে এপথ ওপথের জীবন চলার মাঝে একদিন নিয়মিত মাত্রা পেল "প্রায়-শূন্য" প্রাকটিস প্যাড। সাপ্তাহিক হিসেবের নিয়ম মেনে চলল সঙ্গীতে অনুশীলন ও চর্চাটা। চলছে আজও, চলছে মঞ্চটাও। তখনও শুধু হলোনা মৌলিক এ্যালবাম হবো হবো স্বপ্নটা পুরোন। কখনও জীবন যাপনের টানে বহুদূর, আবার ফিরে ফিরে সুরের কাছাকাছি। রাজু ও মঞ্জু তাদের 'প্রায়-শূন্য'কে কাধে নিয়ে এভাবেই তার বছর ২৫ পেরিয়ে অবশেষে মানবতার পক্ষে জীবন বোধের মগ্নতা নিয়ে প্রকাশ করলো তাদের গানে সম্পূর্ণ এ্যালবাম ...............

'গান এন্ড শ্লোগান' এ এবার বৈশাখে (১৪২৪ বাংলা)

'প্রার্থনার ময়দানে'

"প্রায়-শূন্য"

প্রকাশনা ও পরিবেশনাঃ জি-সিরিজ

"প্রায়-শূন্য" সহজ ভাবে বললে শিল্পকর্মে নাম করনের এক রূপ "প্রায়-শূন্য"

একটি ব্যান্ড এর নাম করনে যত চিন্তা দুশ্চিন্তার দোলায় দুলতে হয় সদস্যদের, আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। একটি সুন্দর নাম, নামে জীবন বোধের ছায়া, গানের ধরন, চিরন্তন কোন হিসাব মেলাবার নিপুণ চেষ্টা, এমন আরও আরও বহু দিক, বিষয় বিবেচনার পর, অবশেষে একদিন সিদ্ধান্তে অটল হলাম, আমাদের গান দল এর নাম "প্রায়-শূন্য"


(প্রার্থনার ময়দানে' গানগুলো শুনতে ক্লিক করুন)


"প্রায়-শূন্য" ব্যান্ড লাইন আপ (২০১৭)

# মঞ্জুর : লিড ভয়েস ও ব্যান্ড লীডার। # রাজু : গীটার, কম্পোজিশন, টিউন। # জাবেদ : বেস। # কামরান : ড্রামস। # জাহিদ: সাউন্ড ইঞ্জিনিয়ার। # লিরিক: ফয়সল নোই ও রাজু বামাচারী।

Pry-Shunno Line up (2017)

# Monjur : Lead Voice, Band Leader. # Razzu : Guitar, Composition & Tune. # Zabed : Bass. # Kamran : Drums. # Jahid : Sound Engineer. # Lyric : Foysol Noye & Razzu Bamachari.



visit our : Pry-Shunno Youtube Channel & Pry-Shunno Facebook Page.