ছবিঃ রেদোয়ান মাসুদ
রেদোয়ান মাসুদ (Redwan Masud) বাংলাদেশের একজন জনপ্রিয় কবি, ঔপন্যাসিক ও ছড়াকার। তার লেখায় প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট, বিরহ, দেশপ্রেম, শিশুতোষ, মানবপ্রেম, আবেগ ও অনুভূতি জড়ানো। কবিতা দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলেও একজন ঔপন্যাসিক হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত।
রেদোয়ান মাসুদের জন্ম ৬ই জানুয়ারী শরীয়তপুরে। তিনি বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। ২০১৪ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘মায়ের ভাষা’। ২০১৮ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘অপেক্ষা-১’। ২০২২ সালে প্রকাশিত হয় তার প্রথম ম্যাক্সিম ‘জোছনায় পোড়া চোখ’।
ভ্রমণ করা, মাছ ধরা, বাগান করা ইত্যাদি তার অন্যতম শখ। তিনি ইতিপূর্বে দেশের আনাচে-কাচারের বেশির ভাগ স্থানই ঘুরে দেখেছেন। তাই তার কবিতার মধ্যে দেশের সৌন্দর্য ও দেশ প্রেম একটি উল্লেখযোগ্য বিষয়।
রেদোয়ান মাসুদ দুঃখ-দুর্দশাগ্রস্থ মানুষকে খুব বেশি ভালবাসেন। শত ঝামেলার মাঝেও তিনি তাদের পাশে দাঁড়াতে কার্পণ্য বোধ করেন না। তার কবিতার মধ্যেও গরীব, দুঃখি, চাষা ও মাঝি মাল্লাদের করুণ দেখা যায়।
তিনি ততোটা জাঁকজমকপূর্ণ জীবনযাপনে আগ্রহী নন। তাই আধুনিকতার এই যুগে একেবারে সাধারণ জীবনযাপন করছেন।
প্রকাশিত বইয়ের সংখ্যা: ১৬ টি (২০২৫ সাল পর্যন্ত)
কবিতাঃ
১) মায়ের ভাষা (২০১৪)
২) মনে পড়ে তোমাকে (২০১৫)
৩) অনেক কথা ছিল বলার (২০১৭)
৪) তবুও মনে রেখো (২০১৯)
৫) মন বলে তুমি ফিরবে (২০২০)
৬) ভুল কিংবা ফুল (২০২৫)
উপন্যাসঃ
১) অপেক্ষা-১ (২০১৮)
২) অপেক্ষা-২ (২০১৯)
৩) অপেক্ষা-৩ (২০২০)
৪) ভাঙন (২০২১)
৫) তুষানল (২০২২)
৬) ভালোবাসি (২০২৩)
৭) অর্ধাঙ্গী (২০২৪)
৮) প্রতীক্ষা (২০২৫)
ম্যাক্সিমঃ
১) জোছনায় পোড়া চোখ (২০২২)
২) স্মৃতির মরণে সুখ (২০২৫)