প্রিয় ১০ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা এখন স্কুল জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে পদার্পণ করেছো। এসএসসি বোর্ড পরীক্ষার প্রস্তুতিতে এই সময়ের ভূমিকা অনেক। ভালো রেজাল্ট করতে প্রথম থেকেই পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা যেমন জরুরি তেমনি জরুরি এই বছরে প্রস্তুতিকে আরও শাণিত করা। বছর অতিক্রমের সাথে সাথে পড়ালেখা আরও একটু কঠিন হয়ে যাবে তবে ভয় পাওয়ার কিছু নেই। ১০ম শ্রেণির পড়ালেখা এখন থেকেই সম্পূর্ণরূপে গুছিয়ে নিলে বোর্ড পরীক্ষার জন্য অনেকটাই এগিয়ে থাকবে। তাই তোমাদের পরিপূর্ণ গোছানো প্রস্তুতির লক্ষ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং ICT এই ৬টি বিষয়ের সুষম প্রস্তুতির লক্ষ্যে ‘ massbd.net /isr study home -এর আয়োজন “১০ম শ্রেণি একাডেমিক প্রোগ্রাম”।
যেখানে শিক্ষার্থীদের ১০ম শ্রেণির সম্পূর্ণ প্রস্তুতির পাশাপাশি এসএসসি বোর্ড পরীক্ষার প্রস্তুতির আলোকেও গুছিয়ে পড়ানো হবে। যার মাধ্যমে তোমরা স্বল্প সময়ে পরিপূর্ণ সিলেবাস শেষ করে প্রস্তুতিকে আরও শাণিত করতে পারবে। আর তাছাড়া এই কোর্সে ভর্তিচ্ছুদের জন্য 1 Week ফ্রি ক্লাস তো রয়েছেই! যার মাধ্যমে তোমরা এই কোর্সের ক্লাসগুলো কেমন হবে, কীভাবে তোমাদের প্রস্তুতিতে তা সাহায্য করবে এমন সকল তথ্য সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে।
অনলাইন প্রোগ্রাম: দেশব্যাপী সকল শাখায় অনলাইন কার্যক্রম চলবে। সকল ক্লাস ও ডেইলি এক্সাম অনলাইনে অনুষ্ঠিত হবে। অন্যান্য পরীক্ষাসমূহ অনলাইনের পাশাপাশি নিকটস্থ শাখায় ফিজিক্যালিও দেওয়া যাবে।
►কোর্স ফি:
ফিজিক্যালি প্রোগ্রাম- ১2০০০/- (দুই কিস্তিতে প্রদেয়)
অনলাইন প্রোগ্রাম- 8০০০/- (দুই কিস্তিতে প্রদেয়)
►যেসব বিষয় পড়ানো হবে:
*পদার্থবিজ্ঞান *রসায়ন *গণিত
*উচ্চতর গণিত *জীববিজ্ঞান *ICT
►কোর্স বিবরণী (1 Week Free Course):
পদার্থবিজ্ঞান- ০১টি
রসায়ন- ০১টি
গণিত- ০১টি
জীববিজ্ঞান- ০১টি
প্রতিটি ক্লাসের রিপ্লে ভিডিও
প্রতিটি ক্লাসের PDF ক্লাসনোট
►কোর্স বিবরণী (Full Course):
মানসম্মত ক্লাস
প্রতিটি ক্লাসের রিপ্লে ভিডিও
পর্যাপ্ত সংখ্যক Daily Live & Practice Exam
পর্যাপ্ত সংখ্যক Weekly Live & Practice Exam
জীববজ্ঞিান এর সকল কনসপ্টে ক্লযি়ার করাতে তরৈি আছনে আমাদরে দশেসরো ইন্সট্রাক্টররা। তাদরে এক্সর্পাট ইনস্ট্রাকশনে এবার জীববজ্ঞিান এর সলিবোস শষে হবে মাত্র ৬ মাসইে!